চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে বড় ধাক্কা খেল আর্সেনাল। প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে এগিয়ে গিয়েও হার মানল বোর্নমাউথের কাছে।
শনিবার এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে জয় পায় সফরকারীরা। ম্যাচের ৩৪তম মিনিটে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন ডেক্লান রাইস। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ডিন হাউসেন ও এভানিলসনের গোলে জয় নিশ্চিত করে বোর্নমাউথ।
অক্টোবরেও বোর্নমাউথের মাঠে হেরেছিল আর্সেনাল, এবারও সেই হারই পুনরাবৃত্তি হলো। ফলে এবারই প্রথম এক মৌসুমে লিগে দুই দেখায় আর্সেনালকে হারানোর কীর্তি গড়ল বোর্নমাউথ।
লিগ শিরোপার লড়াই থেকে অনেকটাই ছিটকে যাওয়া আর্সেনালের লক্ষ্য এখন চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকা। ঘরের মাঠে প্রথম লেগে পিএসজির কাছে ১-০ গোলে হারের পর দ্বিতীয় লেগে জয় ভিন্ন বিকল্প নেই আর্তেতার দলের সামনে। এমন সময় আত্মবিশ্বাসে এই হার বড় ধাক্কা হয়ে দেখা দিতে পারে।
ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি আর্সেনাল। দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে হাউসেনের হেডে সমতা ফেরায় বোর্নমাউথ, আর ৭৫ মিনিটে এভানিলসনের গোলে এগিয়ে যায় তারা।
গোটা ম্যাচে মাত্র দুইটি শট লক্ষ্যে রাখতে পেরেও সেই দুটি থেকেই গোল তুলে নেয় বোর্নমাউথ, আর এই নিখুঁত কার্যকারিতার কারণেই প্রথমবারের মতো এমিরেটসে আর্সেনালকে হারিয়ে ইতিহাস গড়ে দলটি।
এই হারে ৩৫ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের আটে উঠে এসেছে বোর্নমাউথ।
এসএস/এসএন