শাহিদকে বিয়ে করে মীরা একেবারে একা হয়ে গিয়েছিলেন!

শাহিদ কাপুর যখন বলিউডে জনপ্রিয়তার শিখরে উঠতে শুরু করেছেন, ঠিক সেই সময় তার নাম জড়িয়ে গিয়েছিল একাধিক রুপালি প্রেমের গল্পে। যখন ভক্তরা শুনছিলেন তার সম্পর্ক ভাঙার নানা গুঞ্জন, তখনই হঠাৎ চমক দিয়ে সম্বন্ধ করে বিয়ে করেন মীরা রাজপুতকে। শাহিদ ও মীরার বয়সের ফারাক প্রায় ১৪ বছর হলেও, সব জল্পনা কাটিয়ে একসঙ্গে পথচলা শুরু করেন তারা। এখন তারা সুখী দম্পতি ও দুই সন্তানের গর্বিত অভিভাবক।

কিন্তু মাত্র ২০ বছর বয়সে বলিউডের নায়ককে বিয়ে করে ফেলে কি আদৌ সুখী হয়েছিলেন মীরা? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রথম দিকে তার খুবই একা লাগত। পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক আস্তে আস্তে ছিন্ন হয়ে যাচ্ছিল।

মীরা বলেন, “আমি আর আমার বন্ধুরা বিচ্ছিন্ন ভাবে বড় হয়েছি। স্বীকার করতে দ্বিধা নেই, বিয়ের পর আমি একা হয়ে গিয়েছিলাম। কারণ আমরা জীবনের ভিন্ন পর্যায়ে ছিলাম সেই সময়। সকলের জীবনেই এই ভিন্ন ভিন্ন পর্যায়গুলি উপস্থিত হয়। আমার মনে হত আমার বন্ধুদের মতো যদি আমিও সময় কাটাতে পারতাম।” বিয়ের পর যে অনেক বন্ধুর সঙ্গেই আর যোগাযোগ রাখতে পারেননি সে কথা স্বীকার করেন শাহিদ-পত্নী। তবে তা একেবারেই তার অনাগ্রহে নয়। বরং সময়ের অভাবে যোগযোগ ছিন্ন হতে থাকে ধীরে ধীরে। খুব অল্প বয়সেই তার কাধে এসে পড়েছিল সংসারের দায়িত্ব। মীরা বলেন, “আমার মনে হত, ‘আমার বন্ধুরা স্নাতকোত্তর পড়ছে, অথবা ওরা ঘুরে বেড়াচ্ছে’... কিন্তু জীবন খুবই আকর্ষণীয়। সংসার, সন্তান, ঘুরে বেড়ানো।”

মীরার বন্ধুরাও যে অনুযোগ করতেন, জানিয়েছেন তিনি নিজেই। বেশির ভাগ সময়ই বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে পারতেন না তিনি। তার কথায়, “ওরা বলত, ‘এ আবার কী, বিয়ে করে ফেলেছিস বলে আমাদের ভুলে যাবি?’ আমি কী বলব! সত্যি, আমি ব্যস্ত, বাধা পড়ে গিয়েছি। ওরা আমাকে নিশ্চয়ই বুঝতে পারেনি সে দিন। তবে যে ভাবেই হোক, বন্ধুত্বটা টিকে গিয়েছিল। এখন ওরা বুঝতে পারে, কারণ ওরাও এখন ওই পর্যায়ে রয়েছে।”

২০১৫ সালে শাহিদকে বিয়ে করেন মীরা। ২০১৬ সালে তার কোলে আসে প্রথম সন্তান, মেয়ে মিশা। ২০১৮ সালে জন্ম হয় পুত্র জায়নের।

আরএম/এসএন  

Share this news on:

সর্বশেষ

img
মোবাইল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা May 08, 2025
img
ভারতের সাইবার হামলা নিয়ে মুখ খুললেন পাকিস্তানের মন্ত্রী May 08, 2025
img
৯ জেলায় শিবিরের বিক্ষোভ, তিন দফা দাবি May 08, 2025
img
ভ্যান চালকের শরীর থেকে মিলল অর্ধ কোটি টাকার স্বর্ণের বার May 08, 2025
img
যশোরে কাচ্চি ভাইসহ ৩ খাবারের দোকানের বিরুদ্ধে মামলা May 08, 2025
img
ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকাতে হলে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: জামায়াত আমির May 08, 2025
img
ফাইনালে পিএসজি, ইউসিএলে আর্সেনালের স্বপ্নভঙ্গ May 08, 2025
img
একনেকে ৯ প্রকল্প অনুমোদন, ব্যয় ৩ হাজার ৭৫৬ কোটি টাকা May 08, 2025
img
দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তা, শাস্তি দিল সৌদির নারীকে May 08, 2025
img
তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত: চার সরকারি সূত্রের বরাতে ভারতের স্বীকারোক্তি May 08, 2025