ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকাতে হলে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকাতে হলে ‘জুলাই আন্দোলন’-এর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, অতীতের অন্যায় ও দমন-পীড়নের বিচার না হলে জালিমরা আবারও ফিরে আসবে এবং নিরীহ মানুষকে নিপীড়নের শিকার হতে হবে।

বৃহস্পতিবার (৮ মে) সকালে ঢাকার আজিমপুর কবরস্থানে সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার রাজ্জাকের স্মৃতিচারণ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘তিনি ছিলেন জালিমের বিরুদ্ধে একজন শক্তিশালী কণ্ঠস্বর। সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি দেশ ছাড়তে বাধ্য হন, যা আমাদের রাজনৈতিক বাস্তবতার এক নির্মম প্রতিফলন। তার মতো আদর্শবান আইনজীবীর অভাব আজ দৃশ্যমান, ফলে দেশের বিচারব্যবস্থায় ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হচ্ছে।’

জামায়াতের ওপর দমন-পীড়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাদের নেতাদের কারাগারে হত্যা করা হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে। এমন নিপীড়নের মুখে অন্য কোনো রাজনৈতিক দলকে পড়তে হয়নি। আমরা চরম বৈষম্যের শিকার হয়েছি।’

এ সময় এটিএম আজহারুল ইসলামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা আশা করি তিনিও একদিন ন্যায়বিচার পাবেন এবং জামায়াতের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

তিনি আরও বলেন, ‘যদি ‘জুলাই আন্দোলন’সহ রাজনৈতিক হত্যাকাণ্ডের সঠিক বিচার না হয়, তবে এই দেশে অন্যায় ও জুলুমের চক্র কখনোই থামবে না। সঠিক বিচার ও জবাবদিহিতা ছাড়া দেশে স্থায়ী শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।’

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মাস্কের উচিত পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের কষ্ট দেখে সিদ্ধান্ত নেয়া : মেলিন্ডা গেটস May 11, 2025
রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ঠাঁই নেই: ডিআইজি May 11, 2025
img
পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা দেখে হতভম্ব হয়েছে ভারত May 11, 2025
অতীতে নিষিদ্ধ হয়েছিল যেসব রাজনৈতিক দল May 11, 2025
img
কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না: কাদের সিদ্দিকী May 11, 2025
img
বিচারিক প্রক্রিয়ায় আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : এ্যানি May 11, 2025
img
চার বছর আগে ছিলেন ছাত্রী-শিক্ষক, এখন স্বামী-স্ত্রী May 11, 2025
img
অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান নতুন পোপের May 11, 2025
img
তীব্র তাপদাহে বিশ্রামের জন্য মসজিদ খোলা রাখবে ডিএনসিসি May 11, 2025
কীভাবে ৭১ সালকে অস্বীকার করা হয়েছিলো? May 11, 2025