বলিউড ও দক্ষিণী সিনেমার দুই মহাতারকা শাহরুখ খান ও আল্লু অর্জুনকে এক সিনেমায় দেখতে চান বিজয় দেবেরাকোন্ডা। সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘ওয়েভস সামিট’-এ এই স্বপ্নের কথা জানান ‘অর্জুন রেড্ডি’ খ্যাত এই অভিনেতা। অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন করণ জোহর।
সেখানে বিজয় বলেন, “শাহরুখ খান এবং আল্লু অর্জুন যদি একসঙ্গে পর্দায় আসেন, সেটা শুধু একটা ছবি হবে না, সেটা হবে একতা, উদযাপন ও শক্তির প্রতীক।”
তার বক্তব্যে উঠে আসে, ভারতকে একসূত্রে গাঁথতে হলে সিনেমা জগতেরও ঐক্য দরকার। উত্তর ও দক্ষিণ ভারতের সিনেমার সম্মিলিত প্রয়াসই হতে পারে একটি নতুন যুগের সূচনা।
বিজয় আরও জানান, শাহরুখের শেষ ছবির ৮০০-১০০০ কোটির সাফল্য এবং ‘পুষ্পা টু’ ঘিরে ১০০০ কোটির প্রত্যাশা— এই দুই তারকার সম্মিলনে যে কী ধরণের বক্স অফিস ‘বিস্ফোরণ’ ঘটতে পারে, তা শুধু ব্যবসায়িকভাবেই নয়, ভারতীয় চলচ্চিত্রের ভবিষ্যতের দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।