‘এই জিল্লু মাল দে’ সংলাপে ভাইরাল, ঢাকায় এসে দর্শকের ভালোবাসায় আপ্লুত শ্যাম ভট্টাচার্য

শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘বরবাদ’-এর জনপ্রিয় সংলাপ ‘এই জিল্লু মাল দে’ ইতিমধ্যে দর্শকের মুখে মুখে। সংলাপটির পেছনের মুখ—অর্থাৎ ‘জিল্লু’ চরিত্রে অভিনয় করা ওপার বাংলার অভিনেতা শ্যাম ভট্টাচার্য এখন বাংলাদেশে। দর্শকের ভালোবাসা ও সিনেমাটি ঘিরে নিজের প্রতি আগ্রহ দেখে তিনি ঢাকায় ছুটে এসেছেন। দুই-তিন দিন থাকার পরিকল্পনা রয়েছে তার।

বাংলাদেশে এসে ‘বরবাদ’ সিনেমাটি হলেই গিয়ে দর্শকের প্রতিক্রিয়া দেখেছেন শ্যাম। সাংবাদিকদের মুখোমুখিও হয়েছেন বিভিন্ন হলে। এক সাক্ষাৎকারে যখন পারিশ্রমিক সংক্রান্ত প্রশ্ন উঠল, তখন তিনি সরাসরি জানান, “এটা বলা যাবে না। তবে খুব বেশি না। প্রজেক্টটা বড় হবে সেটা আমি জানতাম না। তবে অসন্তুষ্ট নই। আমি শাকিব স্যারের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম, তাই অফার যা পেয়েছি, দর কষাকষি করিনি।”

আত্মবিশ্বাসী কণ্ঠে শ্যাম আরও বলেন, “আমি তো সবে শুরু করেছি। অভিনয়ের জগতে এটা ধীরে ধীরে বাড়ে। ছবি করাটা এক ধরনের সুযোগ, এক ধরনের ভরসা।”

দর্শকের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, তা নিয়েও দারুণ আবেগী হয়ে ওঠেন তিনি। বলেন, “এবার আমি বলতে পারি, দর্শক আমার কাজ পছন্দ করেছে। মানুষের ভালোবাসা পেয়েছি। প্রযোজকের ভরসা অর্জন করাটা একটা প্রক্রিয়া, সেটাই আমি করছি।”

বাংলাদেশে ভবিষ্যতে সিনেমার প্রস্তাব পেলে অবশ্যই কাজ করতে চান বলে জানান শ্যাম। তবে তখন পারিশ্রমিক বাড়ানোর ইচ্ছা রয়েছে তার। মজা করে বলেন, “১০০ বার চেষ্টা থাকবে বাড়ানোর, নিশ্চয়ই বাড়াব।”

উল্লেখ্য, ‘বরবাদ’ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিব খানের বিপরীতে দেখা গেছে কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম ও মিশা সওদাগরসহ অনেকেই।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পুরুষতান্ত্রিক সমাজে বাস করি, কিন্তু সেখানে মরতে রাজি নই : বাঁধন May 04, 2025
img
গাবতলী হাটের ইজারা সংক্রান্ত ভুল, অনুসন্ধানে কমিটি গঠনের নির্দেশ May 04, 2025
img
খালেদা জিয়া ফিরছেন ৬ মে, নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা May 04, 2025
img
উপদেষ্টাদের ৩ এপিএস-পিওর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের May 04, 2025
img
অক্ষয়ের কারণেই অভিনয় ছাড়েন আসিন, জানালেন অভিনেত্রীর স্বামী May 04, 2025
img
রোহিঙ্গা প্রত্যাবাসন এখনই কেন সম্ভব নয়, জানালেন উপদেষ্টা May 04, 2025
আমার মা চা শ্রমিক, বিসিএস এখন আমার দু:স্বপ্ন May 04, 2025
img
আইপিএলে ম্যাক্সওয়েলের ‘রিপ্লেসমেন্ট’ পিএসএলের বদলি খেলোয়াড় May 04, 2025
img
পোপ সেজে ছবি পোস্ট করায় সমালোচনার মুখে ট্রাম্প May 04, 2025
img
এবার ঐশ্বরিয়ার সঙ্গে আলিয়া May 04, 2025