মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু প্রায় ১৫ ঘণ্টা ধরে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ১৪ ঘণ্টার রেকর্ড ভেঙে দিয়েছে। শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কনফারেন্সটি মধ্যরাতের পর শেষ হয়।
রোববার (৪ মে) বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ১৪ ঘণ্টা ৫৪ মিনিট ধরে চলা এই সম্মেলনে মুইজ্জু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নামাজের জন্য সংক্ষিপ্ত বিরতি নেন। তিনি সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে তথ্যভিত্তিক ও নিরপেক্ষ প্রতিবেদনের প্রয়োজনীয়তার কথা বলেন।
এএফপি আরও জানায়, এই কনফারেন্সটি বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজন করা হয়। সাংবাদিকদের পাশাপাশি সাধারণ জনগণের পক্ষ থেকে পাঠানো প্রশ্নেরও উত্তর দেন প্রেসিডেন্ট মুইজ্জু। কনফারেন্সে প্রায় দুই ডজন সাংবাদিক উপস্থিত ছিলেন এবং খাবারের ব্যবস্থা করা হয়েছিল।
২০২৩ সালে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করা মুইজ্জু তার প্রশাসনের অধীনে দেশটির গণমাধ্যম স্বাধীনতা সূচকে উন্নতি সাধন করেছেন। ২০২৫ সালের রিপোর্টার্স উইথাউট বর্ডারসের সূচকে মালদ্বীপ দক্ষিণ এশিয়ার মধ্যে ১৮০টি দেশের মধ্যে ১০৪তম স্থানে উঠে এসেছে।
এসএস/এসএন