১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা
মোজো ডেস্ক 02:24PM, May 04, 2025
শিক্ষা মন্ত্রণালয় ১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম কাসেমের সই করা একটি চিঠি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পৌঁছেছে। এই নির্দেশনা স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে দেওয়া হয়েছে।
শাস্তির মুখে থাকা বিশ্ববিদ্যালয়গুলো হলো- ঢাকা, সিলেট, কুমিল্লা, চট্টগ্রামসহ ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, যেগুলোর স্থায়ী ক্যাম্পাস নেই। ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, সেটি পর্যালোচনা করছে।
চিঠিতে বলা হয়েছে, এসব বিশ্ববিদ্যালয়ের সাময়িক অনুমতি মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও তারা শিক্ষা কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করেনি। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ১২(১) অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।