গেজেট বঞ্চিতদের অনশনে নুরুল হক নুরের সংহতি প্রকাশ

৪৩তম বিসিএসের গেজেট থেকে বঞ্চিতদের অনশন কর্মসূচিতে সংহতি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রোববার (৪ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরতদের সঙ্গে দেখা করে তাদের প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং কথা বলেন তিনি।

এ সময় নুর বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, ২৪-এর গণঅভ্যুত্থান বৈষম্যের বিরুদ্ধে হয়েছিল। কিন্তু ২৪ পরবর্তী বাংলাদেশে ৪৩ তম বিসিএসে যে কাণ্ড হয়েছে সেটা আন্দোলনের স্পিরিটের সঙ্গে যায় না।

তিনি আরও বলেন, কেন এই ২০৮ জনকে বাদ দেওয়া হয়েছে তার একটা সুনির্দিষ্ট কারণ দর্শানো উচিত ছিল মন্ত্রণালয়ের। কেউ যদি কোনো ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত থাকে কিংবা ডিপার্টমেন্টের কোনো শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে সেটা গোয়েন্দা তথ্যের মাধ্যমে নিশ্চিত হয়ে জানানো উচিত ছিল। কিন্তু তা না করে ঢালাওভাবে এতজনকে বাদ দেওয়ার মাধ্যমে তাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হলো। আমরা এটার নিন্দা ও প্রতিবাদ জানাই।

গেজেট বঞ্চিতদের উদ্দেশে নুর বলেন, আপনারা এখান থেকে আলটিমেটাম দেন যদি আপনাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা একসঙ্গে মন্ত্রণালয় ঘেরাও করব। আমরা আপনাদের পাশে আছি। এখান থেকে উঠে গিয়েই আমি এই ব্যাপারে জনপ্রশাসন সচিবের সঙ্গে কথা বলব।

উল্লেখ্য, ৪৩ তম বিসিএসের প্রথম দফায় গেজেটভুক্ত ২২৭ জনকে দ্বিতীয় দফার গেজেটে অন্যায়ভাবে বাদ দেওয়ার প্রতিবাদে ৫ দিন ধরে অনশন করে আসছেন গেজেট বঞ্চিতরা। তাদের গেজেটভুক্ত না করা পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

অনশনকারীরা হলেন- হান্নান সরকার, মাহমুদুল হাসান, মো. মতিউর রহমান ও ফয়সাল জোয়ার্দার। তারা সবাই ৪৩ তম বিসিএস গেজেট বঞ্চিত।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ