পিএসজির মাঠে নামার আগেই বিপাকে আর্সেনাল

সময়টা বড্ড খারাপ যাচ্ছে আর্সেনালের। ঘরের মাঠে টানা তিন ম্যাচে জয়হীন তারা। এর মধ্যে সর্বশেষ দুই ম্যাচেই হার দেখেছে গানাররা।
প্রিমিয়ার লিগের ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও ২-১ গোলের হার দেখেছে তারা।

এমিরেটসে এমন হারে হতাশ আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ম্যাচ শেষে তাই জানিয়েছেন, যে ক্ষোভ, ক্রোধ ও হতাশার জন্ম হয়েছে তা পার্ক দ্য প্রিন্সেসে প্রশমিত করতে চান তারা। তবে সেটা সহজ হবে না। কেননা নিজেদের মাঠে ১-০ ব্যবধানে হেরে চাপে রয়েছে তারা।

এমন কঠিন সময়েই আবার প্রতিপক্ষের মাঠে খেলতে নামার আগে চোট সঙ্গী হয়েছে আর্সেনালের। চোটের কারণে আগেই ছিটকে গেছেন রক্ষণভাগের দুই পরীক্ষিত গ্যাব্রিয়েল মাগালাইস ও রিকার্ডো ক্যালাফিওরি। এবার তাদের সঙ্গী হতে যাচ্ছেন জুরিয়ান টিম্বার। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে তাকে না পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন কোচ নিজেই।

বোর্নমাউথের বিপক্ষে গতকাল ম্যাচ হেরে টিম্বারের চোট নিয়ে কথা বলেন আর্তেতা। গানার কোচ বলেছেন, ‘আত্মবিশ্বাসী? এই মুহূর্তে, না। কারণ সে এখানে খেলতে পারেনি। আর চার দিন পর ম্যাচ খেলব।’ পরে এক সাংবাদিক আরও কিছু তথ্য জানতে চাইলে তিনি বলেন, ‘আপনাকে আর কিছু বলতে পারছি না।
পিএসজির বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে চোট নিয়ে মাঠ ছাড়েন টিম্বার। তাকে যদি সত্যি না পায় তাহলে বড় ক্ষতিই হবে আর্সেনালের। কেননা এবারের মৌসুমে সবমিলিয়ে ৪৭ ম্যাচ খেলা এই ডিফেন্ডার শুধু রক্ষণভাগই দারুণভাবে সামলাননি, সঙ্গে গোলেও অবদান রেখেছেন। দুই গোলের সঙ্গে ৪ অ্যাসিস্টও করেছেন তিনি। তার সঙ্গে শোনা যাচ্ছে মার্টিন ওডেগার্ডকেও হয়তো নাও পেতে পারে আর্সেনাল। এমন সংবাদই জানিয়েছে আরএমসি স্পোর্ত। আর্সেনাল অধিনায়ক ওডেগার্ড সম্পর্কে আর্তেতা বলেছেন, ‘চিকিৎসকের সঙ্গে কথা বলার এখনো সুযোগ হয়নি। তাই আপডেট জানি না।’ 

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ইসরাত গ্রেফতার May 05, 2025
img
পাকিস্তান ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে May 05, 2025
img
যারা আয়কর রিটার্ন জমা দেননি, তাদের জন্য দুঃসংবাদ May 05, 2025
img
ফরিদপুরে গ্রামবাসীর সংঘর্ষে বৃদ্ধের প্রাণ গেল, আহত ৪০ May 05, 2025
img
‘আজকের পর থেকে গবাদিপশুর অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ’ May 05, 2025
img
কানাডার ব্যবসায়ীরা জ্বালানি–তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগে আগ্রহী May 05, 2025
img
স্ত্রীর নাক 'সুন্দর' বলে কামড়ে নিলেন স্বামী May 05, 2025
img
‘বিপ্লবীদের রক্তাক্ত করার মনোবাসনা নিয়ে জুলাইয়ের সন্ত্রাসীরা অলিতে-গলিতে নিঃশ্বাস ফেলছে’ May 05, 2025
img
দেশে কোরবানির পশুর কোনো ধরনের সংকট তৈরি হবে না: আসিফ মাহমুদ May 05, 2025
img
শাপলা চত্বরে ৯৩ জন শহীদের তথ্য প্রকাশ করল হেফাজতে ইসলাম May 05, 2025