আমি লুডু খেলতে পছন্দ করি: তিশা

ক্রিকেটপ্রেমী সেলিব্রিটিদের নিয়ে জমে উঠেছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি)। এবারের আসর ঘিরে তারকাদের মধ্যে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নিয়মিত অনুশীলনের পাশাপাশি নানা রকম স্মৃতি ও অভিজ্ঞতা ভাগাভাগি করছেন তারা।

এমনই এক আলোচনায় শৈশবের ক্রিকেট খেলা নিয়ে স্মৃতি তুলে ধরেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। তিনি বলেন, "ছোটবেলায় ক্রিকেট খেলতে খুব ইচ্ছা করত, কিন্তু ব্যাট না থাকায় ছেলেরা আমাকে খেলায় নিত না। সেটাই আমার একমাত্র দুঃখের স্মৃতি।"

গত বছর সিসিটিতে অংশ নিতে না পারার আক্ষেপও জানান তিনি। “গতবার ফিজিক্যালি ফিট ছিলাম না, তাই অংশ নিতে পারিনি। তখন ফেসবুকে দেখতাম সবাই খেলছে। এবার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে,” বলেন তিশা।

ক্রিকেট খেলায় নিজের অবস্থান সম্পর্কে হাস্যরসের ছলে তিনি বলেন, “আমি জানি আমি কোনো খেলায় জিতি না। কিন্তু যেভাবেই খেলি, আমি আমার জায়গা থেকে প্রোপারলি খেলতে চাই। এমনকি যদি শুধু ফিল্ডিং-ও করি, সেটাও ঠিকঠাক করতে চাই।”

বলের ওপর ছক্কা মারার ব্যাপারে তিশা জানান, কারও প্রতি ব্যক্তিগত প্রতিশোধের মনোভাব নেই তার। “আমি কাউকে টার্গেট করে রাখি না। যেই ফর্মেই খেলি, আমি শুধু নিজের পারফরম্যান্সে মনোযোগ দেই,” বলেন তিনি।

প্রিয় খেলাধুলা নিয়ে প্রশ্নে তিশা জানান, "আমার সবচেয়ে প্রিয় খেলা ক্রিকেট, বিশেষ করে টি-টোয়েন্টি। কারণ অল্প সময়েই খেলা শেষ হয়ে যায়। তবে মোবাইলে লুডু খেলতেও আমার খুব ভালো লাগে।”

প্রিয় ক্রিকেটারের নাম জানতে চাইলে তিনি বলেন, “ছোটবেলা থেকেই মাশরাফি বিন মোর্তজা আর সাকিব আল হাসান আমার প্রিয়।”পারফরম্যান্স সম্পর্কে জানতে চাইলে তিশা মজার ছলে বলেন, “মাঠে কী হবে, সেটা মাঠেই দেখা যাবে। আগে থেকে বড় কথা বলতে চাই না। যদি একটা ছয়ও মারতে পারি, তাহলেই আলহামদুলিল্লাহ।”তিশার ভাষায়, “মাঠে কথা হবে!”

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

ক্রিকেট ছাড়িয়ে এবার সিনেমার প্রেমে সারা টেন্ডুলকার May 05, 2025
কেন অমুসলিম শাসকের কাছে গেল মুসলিমরা May 05, 2025
img
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ইসরাত গ্রেফতার May 05, 2025
img
পাকিস্তান ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে May 05, 2025
img
যারা আয়কর রিটার্ন জমা দেননি, তাদের জন্য দুঃসংবাদ May 05, 2025
img
ফরিদপুরে গ্রামবাসীর সংঘর্ষে বৃদ্ধের প্রাণ গেল, আহত ৪০ May 05, 2025
img
‘আজকের পর থেকে গবাদিপশুর অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ’ May 05, 2025
img
কানাডার ব্যবসায়ীরা জ্বালানি–তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগে আগ্রহী May 05, 2025
img
স্ত্রীর নাক 'সুন্দর' বলে কামড়ে নিলেন স্বামী May 05, 2025
img
‘বিপ্লবীদের রক্তাক্ত করার মনোবাসনা নিয়ে জুলাইয়ের সন্ত্রাসীরা অলিতে-গলিতে নিঃশ্বাস ফেলছে’ May 05, 2025