চট্টগ্রামে জালনোট নিয়ে সাবেক শিবির নেতা গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মহাসড়কে অভিযান চালিয়ে ৩১ হাজার টাকার জাল নোটসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ মে) উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতাররা হলেন  কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং এলাকার মৃত শওকত আলীর ছেলে মো. মোদ্দাছির (২৫), তার ছোট বোন হাফিজা আক্তার (১৯) ও রোহিঙ্গা নারী হালিমা আক্তার (২০)। তাদের মধ্যে মোদ্দাছির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী।

উখিয়া উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, মুদ্দাছির উখিয়া উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ছিলেন। গত ডিসেম্বর থেকে তিনি আর কোনো দায়িত্বে নেই।
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ বলেন, এই ছেলে আমাদের সংগঠনের সঙ্গে জড়িত নয়। তবে তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি জানি।
 
পুলিশ জানায়, গ্রেফতাররা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসব জাল নোট সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ব্যাগ থেকে ১৩টি এক হাজার টাকার এবং ৩৬টি পাঁচশ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আজ (রোববার) আদালতে সোপর্দ করা হয়েছে।

এমআর/টিএ

Share this news on: