বলিউডের ভাইজান সালমান খান অভিনীত ছবি ‘সিকান্দার’ বক্স অফিস তেমন ব্যবসা করতে পারেনি। যা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এর মাঝে সালমান খানকে ঘিরে বাড়ছে হতাশা।
কিন্তু ‘সিকন্দর’-এর ব্যর্থতার জন্য একা ‘ভাইজান’কে কাঠগড়ায় তোলাটা মানতে পারছেন না অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি এক সাক্ষাৎকার এমনটা জানিয়েছেন নওয়াজ।
সিকান্দারের ব্যর্থতায় সালমান-ভক্তদের হতাশা প্রসঙ্গে প্রশ্ন করা হলে নওয়াজ বলেন, ‘ঠিক আছে, একটা সিনেমা না হয় চলেনি। কিন্তু ওর কী সব ছবি আছে! সেই জন্যই তো উনি সুপারস্টার। এমনও সব ছবি তিনি করেছেন যেগুলো আহামরি কিছু নয়। তবু তার উপস্থিতির কারণেই সেগুলো বিপুল হিট।’
‘আমি ‘সিকান্দার’ দেখিনি। কাজেই ছবিটা সম্পর্কে কিছু বলতে পারব না। কিন্তু সুপারস্টারের ক্ষমতা থাকে সাধারণ ছবিকেও হিট করার। ভাইজান যদি কোনও ছবি করতে সম্মত হন, তাহলে পরিচালকেরও দায় থাকে। কেননা তার হাতে সালমানের ফ্যান বেস রয়েছে।’
অভিনেতার কথায়, ‘সেটা মাথায় রাখাটা তার বিরাট দায়িত্ব। শুধু ভাইজানকে একা দায়ী করা ঠিক নয়। আপনারা সালমানকে পেয়েছেন, তাহলে বাকি জিনিসগুলোও ঠিক করে দিতে হবে। পরিচালক ও নির্মাতারা সেটা দিতে ব্যর্থ হলে সুপারস্টারের দিকে আঙুল তোলাটা ঠিক নয়।’
টিকে/টিএ