৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে আইপিএলে রেকর্ড গড়লেন পরাগ

আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৬ বলে ৬ ছক্কার ঘটনা ঘটেছে একাধিকবার। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এমনটা আজই প্রথম ঘটলো। ইডেন গার্ডেন্সে রোববার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টানা ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ।
 
তবে এক ওভারের সব বলে নয়। দুই ওভার মিলিয়ে তার খেলা টানা ছয় বলে ৬টি ছক্কা মারেন। আইপিএলের ইতিহাসে যা করতে পারেনি আর কেউ। পরপর পাঁচটি ছক্কা মারার কীর্তি আছে চার জনের।
 
এদিন চারে নেমে ৮ ছক্কা ও ৬ চারে ৪৫ বলে ৯৫ রান করেন পারাগ। এই ইনিংস খেলার পথে ১৩তম ওভারে মঈন আলির প্রথম বলে সিঙ্গেল নিয়ে পারাগকে স্ট্রাইক দেন শিমরন হেটমায়ার। পরের ৫ বলে ৫টি ছক্কা মারেন এই ব্যাটার।

মঈনের ওভারটি থেকে আসে ৩২ রান। আইপিএলে এর আগে এক ওভারে পাঁচটি ছক্কা মেরেছেন আরো চার ব্যাটার। এই তালিকায় আছেন ক্রিস গেইল, রাহুল তেওয়াটিয়া, রবীন্দ্রা জাদেজা ও রিংকু সিং।
 
মঈনের ওভারের পর বোলিংয়ে আসেন বরুণ চক্রবর্তী। আবার প্রথম বলে সিঙ্গেল নিয়ে পরাগকে স্ট্রাইক দেন হেটমায়ার। এই ওভারেও নিজের খেলা প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েন পরাগ।

শেষ পর্যন্ত ৪৫ বলে ৯৫ রান করেন পরাগ। আর ২০৭ রানের লক্ষ্য তাড়ায় ১ রানে হারে রাজস্থান।

এমআর/টিএ


Share this news on: