সামিতের বাংলাদেশি পাসপোর্ট প্রস্তুত, এখন অপেক্ষা ফিফা ছাড়পত্রের

বাংলাদেশ সময় শুক্রবার রাতে কানাডার টরেন্টোর বাংলাদেশ হাই কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের আবেদন করেছিলেন সামিত শোম।৭২ ঘন্টার মধ্যেই সামিতের পাসপোর্ট হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম সামিতের পাসপোর্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন৷

পাসপোর্ট হয়ে যাওয়ায় বাংলাদেশের পক্ষে খেলার জন্য আরো এক ধাপ এগিয়ে গেলেন কানাডা জাতীয় দলে খেলা ফুটবলার সামিত। এখন শুধু তার ফিফার অনুমোদন প্রয়োজন। বাফুফে আগামীকাল সামিত ও তার বাবা মায়ের সকল ডকুমেন্টস, কানাডা ফুটবল ফেডারেশনের ছাড়পত্র সহ সকল কিছু দিয়ে ফিফায় আবেদন করবে। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি সবুজ সংকেত দিলেই সামিতের বাংলাদেশের হয়ে খেলতে পারবেন।

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমোদন আসতে তিন মাসের বেশি সময় লেগেছিল। হামজা ইংল্যান্ডের সিনিয়র দলে না খেললেও বয়সভিত্তিক পর্যায়ে ইউরোপীয় মহাদেশের টুর্নামেন্ট খেলেছিল।

সামিত কানাডার সিনিয়র দলের হয়ে ২ ম্যাচ খেললেও সেটা প্রীতি ম্যাচ হওয়ায় আনঅফিশিয়াল ম্যাচ হিসেবে কানাডা তাদের ছাড়পত্রে উল্লেখ করেছে। এতে ফুটবল ফেডারেশনের ধারণা সামিতের ফিফা ক্লিয়ারেন্স খানিকটা দ্রুতই আসবে। ১০ জুন এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচে সামিতকে খেলাতে হলে ৩ জুনের মধ্যে বাফুফেকে ফিফার ক্লিয়ারেন্স পেতে হবে।

সামিতের পাসপোর্ট আবেদন কানাডা থেকে করা হয়েছিল। ঢাকা থেকে পাসপোর্ট প্রিন্ট হয়ে সেটা এখন কানাডায় পাঠানো হবে। বাফুফে পাসপোর্টের তথ্যসম্বলিত পাতার মাধ্যমে মুলত ফিফায় আবেদন ও আনুষ্ঠানিক কাজ করবে। বাফুফে সময় ক্ষেপণ না করে আগামীকালের মধ্যেই ফিফায় আবেদন সম্পন্ন করতে চায়।

আরআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
গরমে শরীরচর্চায় যেসব বিষয়ে খেয়াল রাখবেন May 05, 2025
img
ঘুমিয়ে পড়েন চালক, তারপর দুর্ঘটনা; কেমন আছেন পবনদীপ? May 05, 2025
img
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ May 05, 2025
img
সেনা কর্মকর্তা পরিচয়ে বিয়ের ঘটনায় ৪ প্রতারক গ্রেফতার May 05, 2025
img
খাদ্য সম্পর্কিত জাতীয় নীতি বাস্তবায়ন জরুরি : বাণিজ্য উপদেষ্টা May 05, 2025
img
কুয়েটে শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের বিচারের দাবিতে আল্টিমেটাম May 05, 2025
img
কেসিসি নির্বাচন: ফল বাতিল ও বিএনপির প্রার্থী মঞ্জুরের মামলার শুনানি ২৬ মে May 05, 2025
যারা হাসিনাকে নারী বলে তারাই নারীদের অপমান করেছে' May 05, 2025
img
হামাসের হাতে প্রাণ হারালো ৮ শতাধিক ইসরাইলি সেনা! May 05, 2025
img
অর্থের বিনিময়ে ইউরোপীয় ইউনিয়নে নাগরিকত্বের সুযোগ শেষ May 05, 2025