স্বজনকে ‘উড়ন্ত চুমু’ দিলেন হাজী সেলিম

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাজী সেলিমকে আদালতে দেখতে আসেন ভাইয়ের মেয়েসহ স্বজনরা। তবে স্বজনদের কাছে না পেয়ে ভাতিজিকে দূর থেকে হাত দিয়ে ‘উড়ন্ত চুমু’ (ফ্লায়িং কিস) দেন হাজী সেলিম।সোমবার (৫ মে) সকালে তাকে কারাগার থেকে আদালতের হাজতখানায় আনা হয়।

এরপর তাকে হাতে হাতকড়া, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে তোলা হচ্ছিল। এ সময় দূরে ভাতিজিসহ স্বজনদের দেখেন হাজী সেলিম। এ সময় ভাতিজিকে 'উড়ন্ত চুমু' দেন তিনি। পরে শুনানি শেষে শাহবাগ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়।

এদিন কারাগারে দেওয়া পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জাহাজের টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তির কাগজ কেটে আদালতে নিয়ে আসেন হাজী সেলিম। পরে কাগজের অংশ তার আইনজীবী শ্রী প্রাণ নাথের কাছে পৌঁছে দেন।
 
কারাগারে পত্রিকার টেন্ডার বিজ্ঞপ্তি কেটে আইনজীবীকে দিলেন হাজী সেলিমএদিকে শুনানি শেষে আবার হাজতখানায় নিয়ে যাওয়ার সময় হাজী সেলিম পুলিশ সদস্যদের ওপর চিৎকার-চেঁচামেচি করেন। 'হ্যাত হ্যাত' করে তাদের ওপর রাগ প্রকাশ করেন হাজী সেলিম।

চুমুর বিষয়ে আইনজীবী শ্রী প্রাণ নাথ বলেন, হাজী সেলিমকে দেখতে তার ভাইয়ের মেয়েসহ স্বজনরা আসেন। তবে চুমু দেওয়ার বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়নি। এ ছাড়া পত্রিকার বিজ্ঞপ্তির বিষয়ে আইনজীবী বলেন, আমার মক্কেল কারাগারে ডিভিশন পেয়েছেন। এ জন্য তাকে পত্রিকা দেওয়া হয়। তিনি পত্রিকা পড়তে গিয়ে জাহাজের টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পান। যেহেতু তার জাহাজ রয়েছে, সেটার খোঁজখবর নিতেই তিনি পত্রিকার বিজ্ঞপ্তি কেটে নিয়ে আসেন।

এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর রাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
নায়কের থেকে বেশি কাজ, তবু কম পারিশ্রমিক: প্রযোজক হয়েই প্রশ্ন তুললেন কৌশানী May 06, 2025
img
‘বিনোদিনী’ হয়ে বাজিমাত, দাদাসাহেব ফালকে ফেস্টিভ্যালে সেরা রুক্মিণী May 06, 2025
img
‘লাইক-কাণ্ডে’ কোহলির সাফাই, রাহুল বৈদ্যর খোঁচা: আমাকেও তো ব্লক করেছে! May 06, 2025
সিএনজি ও মোটরসাইকেলের জন্য খুলে গেলো এক্সপ্রেসওয়ে! May 06, 2025
img
‘এটা আমার এলাকা’ বলেই ভাঙচুর শুরু করেন কলেজ ছাত্রদল সভাপতি May 06, 2025
img
কক্সবাজারে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার May 06, 2025
img
সাংবাদিকদের নামে ঢালাও হত্যা মামলায় অন্তর্বর্তী সরকার বিব্রত: মাহফুজ May 06, 2025
img
কিয়েভে রাতভর রুশ ড্রোন হামলা, যুদ্ধবিরতির ডাক জেলেনস্কির May 06, 2025
img
ডিবিতে মেঝেতে রাখা হয়েছিল মাহমুদুর রহমানকে! May 06, 2025
img
মেট গালায় ফের একসঙ্গে শাহরুখ-প্রিয়াঙ্কা! পুরনো প্রেম ফিরছে কী? May 06, 2025