এবারই প্রথম প্রেসক্লাবে ভোট দিচ্ছেন এফডিসির নির্মাতারা

গেল বছরের শেষ দিকে চলচ্চিত্র নির্মাতাদের নতুন নেতা বাছাইয়ের জন্য ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি’র নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তখন তা হয়নি। পরে নতুন তারিখ গত ১০ জানুয়ারি নির্ধারণ করা হলেও ভোটগ্রহণ হয়নি। এরপর আবারও নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। সব ঠিক থাকলে আগামী ৯ মে জাতীয় প্রেসক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এর মাধ্যমে রীতি ভেঙে প্রথমবারের মতো রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ভোট দেবেন নির্মাতারা।

এর আগে, ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি’র প্রতিটি নির্বাচন এফডিসির ভেতরেই অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকন ও বন্ধন বিশ্বাস।

পরিচালক সমিতির দ্বিবার্ষিক এ নির্বাচন নিয়ে পক্ষে-বিপক্ষে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছিল। একটি পক্ষ বলছে, কেপিআইভুক্ত এলাকা বলে বিএফডিসিতে নির্বাচনের অনুমতি পাওয়া যাবে না। আরেকটি পক্ষ বলছে অন্য কথা। 

নাম প্রকাশ না করার শর্তে একাধিক চলচ্চিত্র পরিচালক বলেন, নির্বাচন হতে দিতে চায় না একটি পক্ষ। কারণ, দুই প্যানেলেই স্বৈরাচার আওয়ামী লীগের সমর্থক পরিচালকরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কারণেই বারবার নির্বাচন স্থগিত হচ্ছে। সব জল্পনা-কল্পনা শেষে বিএফডিসির বাইরে নির্বাচন হচ্ছে।

দুই বছর মেয়াদের লড়াইয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। একটি প্যানেলের সভাপতি ও মহাসচিব পদে নির্বাচন করছেন শাহীন সুমন ও শাহীন কবির টুটুল।

অপর প্যানেল থেকে সভাপতি ও মহাসচিব পদে আছেন মুশফিকুর রহমান গুলজার ও সাফি উদ্দীন সাফি। চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২৪ মেয়াদের কমিটিতে সভাপতি পদে আছেন কাজী হায়াৎ।

নির্বাচনে মোট ভোটার ৩৯১। নির্বাচনের দিন সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নায়কের থেকে বেশি কাজ, তবু কম পারিশ্রমিক: প্রযোজক হয়েই প্রশ্ন তুললেন কৌশানী May 06, 2025
img
‘বিনোদিনী’ হয়ে বাজিমাত, দাদাসাহেব ফালকে ফেস্টিভ্যালে সেরা রুক্মিণী May 06, 2025
img
‘লাইক-কাণ্ডে’ কোহলির সাফাই, রাহুল বৈদ্যর খোঁচা: আমাকেও তো ব্লক করেছে! May 06, 2025
সিএনজি ও মোটরসাইকেলের জন্য খুলে গেলো এক্সপ্রেসওয়ে! May 06, 2025
img
‘এটা আমার এলাকা’ বলেই ভাঙচুর শুরু করেন কলেজ ছাত্রদল সভাপতি May 06, 2025
img
কক্সবাজারে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার May 06, 2025
img
সাংবাদিকদের নামে ঢালাও হত্যা মামলায় অন্তর্বর্তী সরকার বিব্রত: মাহফুজ May 06, 2025
img
কিয়েভে রাতভর রুশ ড্রোন হামলা, যুদ্ধবিরতির ডাক জেলেনস্কির May 06, 2025
img
ডিবিতে মেঝেতে রাখা হয়েছিল মাহমুদুর রহমানকে! May 06, 2025
img
মেট গালায় ফের একসঙ্গে শাহরুখ-প্রিয়াঙ্কা! পুরনো প্রেম ফিরছে কী? May 06, 2025