পরিকল্পনার মাধ্যমে গাছ রোপণ করে ঢাকার তাপমাত্রা কমিয়ে আনতে হবেঃ ডিএনসিসি প্রশাসক

তাপমাত্রা ও দূষণ নিয়ন্ত্রণে গাছই ভরসা বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, আমরা শহর বলতেই বুঝি কম গাছ বেশি দালানকোঠা। অপরদিকে, গ্রাম বলতে বুঝি বেশি গাছ কম বাড়িঘর। আমরা নিজেরাই এই ডাইভারসিফিকেশন তৈরি করেছি। ঢাকা শহরের সবুজায়ন ক্রমান্বয়ে কমে আসছে। আমাদের শহরগুলোকে পুনরায় বির্নিমাণ করতে হবে।
তিনি আরও বলেন, পরিকল্পনা করে গাছ রোপণের মাধ্যমে ঢাকা শহরের তাপমাত্রা কমিয়ে আনতে হবে। ঢাকায় বায়ুদূষণ ও তাপমাত্রার তথ্য সংগ্রহ করতে হবে।

সোমবার (৫ মে) নগর ভবনের অডিটোরিয়ামে এক গবেষণার উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ডিএনসিসি, বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), কমিউনিটি টাউন ফেডারেশন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
গবেষণা বিষয়ে প্রেজেন্টেশনে বলা হয়, গবেষণাটি ১২ মাসব্যাপী পরিচালিত হবে। ঢাকা উত্তরের ৫টি স্থানে স্যাটেলাইট ইমেজ ও ডিজিটাল যন্ত্র ব্যবহার করে গাছপালার প্রভাব মূল্যায়ন করা হবে। এতে তরুণ ও বস্তি এলাকার মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে ক্যাপস চেয়ারম্যান ড. কামরুজ্জমান বলেন, গাছ শুধু অক্সিজেন দেয় না, বরং তাপমাত্রা ও দূষণ নিয়ন্ত্রণেও সহায়তা করে। বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে কোন গাছ কোথায় রোপণ করা বেশি উপকারী, সেটি জানা সম্ভব।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বাটলেট বলেন, এই গবেষণা সময়োপযোগী। শিশুদের জন্য দূষণমুক্ত ভবিষ্যৎ গড়তে এর ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন, যেসব গাছ হারিয়ে গেছে সেগুলোর অস্তিত্ব বিলুপ্ত হওয়ার পেছনে দূষণ নাকি কর্তন—তা গবেষণার মাধ্যমে নির্ধারণ করতে হবে। গবেষণায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী শহরে কোন গাছ লাগানো প্রয়োজন তা জানাতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক ইঞ্জি. মো. নাসির আহমেদ পাটোয়ারী প্রমুখ।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কক্সবাজারে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার May 06, 2025
img
সাংবাদিকদের নামে ঢালাও হত্যা মামলায় অন্তর্বর্তী সরকার বিব্রত: মাহফুজ May 06, 2025
img
কিয়েভে রাতভর রুশ ড্রোন হামলা, যুদ্ধবিরতির ডাক জেলেনস্কির May 06, 2025
img
ডিবিতে মেঝেতে রাখা হয়েছিল মাহমুদুর রহমানকে! May 06, 2025
img
মেট গালায় ফের একসঙ্গে শাহরুখ-প্রিয়াঙ্কা! পুরনো প্রেম ফিরছে কী? May 06, 2025
img
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ May 06, 2025
img
ইয়েমেনে হামলা চালাচ্ছে নেতানিয়াহু'র দেশ May 06, 2025
img
জামিনে মুক্তি পেয়ে ৬ বিএনপি নেতাকর্মীকে কোপালেন যুবলীগ নেতা May 06, 2025
img
নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন রাবাদা May 06, 2025
img
ঢাকার ৩৩টি খাল দখল-দূষণ মুক্ত রাখতে স্বেচ্ছাসেবক নিয়োগ May 06, 2025