শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে ঘটে যাওয়া গণহত্যার এক যুগ পার হলেও এখনও কোনো বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
সোমবার (৫ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান বলেন, “এক যুগেও শাপলার ঘটনার বিচার না হওয়া দেশের ইসলামপন্থী জনগণের সঙ্গে চরম বৈষম্য ও বেইমানির শামিল।”
নেতারা অভিযোগ করেন, “রাতের আঁধারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাষ্ট্রীয় বাহিনী ও আওয়ামী লীগের সহযোগিতায় যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তা ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়।” তারা বলেন, হেফাজতে ইসলাম সম্প্রতি ৯৩ জন শহীদের নাম ও তথ্য প্রকাশ করেছে। এছাড়াও বিভিন্ন মানবাধিকার সংস্থা, গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ শাপলায় ভয়াবহ হত্যাযজ্ঞের প্রমাণ দেয়।
তারা আক্ষেপ করে বলেন, “পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে যখন কমিশন গঠন হচ্ছে, তখন শাপলার ঘটনায় আজও কোনো তদন্ত কমিশন হয়নি।”
সংগঠনটি সরকারের কাছে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে বলেছে, “শুধু কমিশন নয়, দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের এটি অন্যতম দায়িত্ব।”
এসএস/টিএ