রাজধানীর শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে লাগা আগুন এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট।
সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আমাদের কাছে তথ্য আসে শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টারের নিচতলায় আগুন লেগেছে। আমাদের মোট নয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া ভবনটি থেকে মোট ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আরএ/টিএ