ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর নাগরিকত্ব সংক্রান্ত মামলা খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। সোমবার (৫ মে) বিচারপতি এ আর মাসুদি ও রাজীব সিংয়ের ডিভিশন বেঞ্চ রায় দেন যে, অভিযোগকারীর উপস্থাপনকৃত নথি ও যুক্তরাজ্যের পক্ষ থেকে পাওয়া তথ্য অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ সরবরাহ করেনি।
বিজেপির কর্ণাটক রাজ্য শাখার কর্মী এস ভিগনেশ শিশির অভিযোগ করেছিলেন, রাহুল গান্ধী তার নির্বাচনী হলফনামায় যুক্তরাজ্যের নাগরিকত্ব গোপন করেছেন। যদিও অভিযোগের পক্ষে কিছু ইমেইল কপি দাখিল করা হয়েছিল, আদালত তা ভিত্তিহীন মনে করে মামলাটি খারিজ করে দেয়।
হাইকোর্টের বেঞ্চ আরও জানায়, অভিযোগকারী চাইলে ভবিষ্যতে এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে পারেন।