লন্ডন থেকে ঢাকায় ফিরতে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (৫ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তারেক রহমানের বাসা থেকে রওনা হয়ে তিনি বিমানবন্দরে পৌঁছান। এ সময় নিজেই গাড়ি চালিয়ে মাকে বিদায় জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
খালেদা জিয়া কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরছেন। তার সঙ্গে দেশে আসছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর থেকে তিনি তারেক রহমানের বাসায় বিশিষ্ট ব্রিটিশ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন।
এদিকে খালেদা জিয়ার দেশে ফেরার খবরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। নেত্রীকে স্বাগত জানাতে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত যৌথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের সংগঠিত করেন।
তিনি বলেন, "খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। পাকিস্তানি সেনাদের হাতে বন্দি থাকা থেকে শুরু করে ফ্যাসিস্ট সরকারের নির্যাতন—সব কিছু সাহসে মোকাবিলা করেছেন। তিনি দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আমাদের আলোকবর্তিকা।"
তিনি নেতাকর্মীদের আহ্বান জানান, যানজট না করে রাস্তার পাশে দাঁড়িয়ে জাতীয় ও দলীয় পতাকা হাতে নেত্রীকে অভ্যর্থনা জানাতে।
এসএস/টিএ