মােঠ নেমেেছন বাপ্পি চৌধুরী। সিনেমার পর্দায় অনেকদিন না থাকলেও মাঠ কাঁপাতে প্রস্তুত তিনি। সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফির (সিসিটি) উদ্বোধনী ম্যাচে নাইট রাইডার্সের হয়ে খেলছেন এই ঢালিউড অভিনেতা।
নাইট রাইডার্স, জেভিকো কিংস, স্বপ্নধরা স্পারটান্স ও টাইটানসে চার দল খেলবে এবারের সিসিটিতে। খেলছেন বিনোদন অঙ্গনের নির্মাতা, অভিনয়শিল্পী ও কণ্ঠশিল্পীরা। টি-২০ ক্রিকেটের নিয়মে ফ্লাডলাইটের আলোয় আজ থেকে শুরু হলো টুর্নামেন্ট। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি।
ঢালিউড অভিনেতা বাপ্পি চৌধুরী জানালেন, আগেও এ টুর্নামেন্টে খেলেছেন তিনি। আবারও খেলতে এসে খুব ভালো লাগছে। তিনি বলেন, ‘অনেক দিন পর সবাইকে দেখতে পারছি, এ কারণে ভীষণ ভালো লাগছে। একদিন প্রাকটিস করেছি, আজ খেলাবো। আশা করি আমাদের দল জিতবে।’ সিনেমার কাজে ফেরা প্রসঙ্গে বাপ্পি বলেন, ‘শিগগিরই আবারও পুরোদমে কাজে ফিরব। এজন্য একটু সময় লাগবে। নতুন অনেকগুলো চিত্রনাট্য পড়ছি। সবকিছু ঠিক মনের মতো হলে জানাতে পারবো সবাইকে।’
নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে গতবার মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। দুবছর বিরতির পর নতুন রূপে আবার মাঠে ফিরছে তারকাদের এই আনন্দ আয়োজন। এবার পরিবর্তন এসেছে নাম ও ফরম্যাটে। নতুন নাম সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি (সিসিটি)।
টিকে/টিএ