দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (৫ মে) যুক্তরাজ্য সময় বিকেল ৪টা ১০ মিনিটে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডন থেকে দোহা হয়ে ঢাকার পথে রওনা হন।
দোহায় যাত্রাবিরতির পর মঙ্গলবার সকাল ১০টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে সাবেক এই প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের।
এর আগে, তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে নিয়ে যান। খালেদা জিয়া ছেলের পাশেই সামনের আসনে বসেছিলেন। সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান এবং তারেকের মেয়ে জায়মা রহমান।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি গত ৭ জানুয়ারি লন্ডনে যান এবং লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসা নিচ্ছিলেন।
চিকিৎসার পুরো সময়জুড়ে তিনি ছিলেন ব্রিটেনের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে।