সুন্দরবনের কপুরা নদীর তেরো বাঁকির খালে মাছ ধরতে গিয়ে জালে উঠে এলো এক বিশালাকৃতির তেলেভোলা মাছ। ওজনে প্রায় ৭৮ কেজি ৪০০ গ্রাম। মাছটি ধরা পড়ে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার সোনাগাঁয়ের পাঁচ মৎস্যজীবীর জালে। পরে ক্যানিং বাজারে মাছটির দাম ওঠে ৩৭ লাখ ৫৩ হাজার ৮১১ টাকা।
জানা গেছে, মাছটি শুক্রবার রাতে ধরা পড়ার পর শনিবার ক্যানিংয়ের আড়তে নিয়ে যাওয়া হয় বিক্রির জন্য। স্থানীয় আড়তদার প্রভাত মণ্ডল জানান, এর আগে এত বড় তেলোভোলা মাছ ক্যানিং বাজারে আসেনি।
বিশেষজ্ঞরা জানান, এ মাছের পেটের ভেতর সোনা বা হিরে না থাকলেও এর শরীরের বিভিন্ন অংশ বিদেশে ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তাই আন্তর্জাতিক বাজারে এর চাহিদা অত্যন্ত বেশি।
কলকাতার একটি প্রতিষ্ঠান ‘কেএমপি’ প্রায় সাড়ে ৩৬ লাখ টাকায় মাছটি কিনে নেয়।
আরএ/টিএ