এবার হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ মামলা

বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাত ঘটানোর অভিযোগে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (৪ মে) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলাটি করেন সাদিয়া রহমান মিথিলা নামের এক নারী।

মামলায় হিরো আলম ছাড়াও তার মেয়ে আলো বেগম, ব্যক্তিগত সহকারী আল আমিন, মালেক ও তার স্ত্রী জেরিন এবং আহসান হাবাবী সেলিমকে আসামি করা হয়েছে।

আদালতের বিচারক আনোয়ারুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মামলাটি পুলিশের পিবিআই, বগুড়া কার্যালয়ের পুলিশ সুপারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, হিরো আলম অভিনয়ের সুযোগ করে দেওয়ার আশ্বাসে বাদীকে আকৃষ্ট করেন। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে এক মৌলভি ডেকে এনে বিয়ের রীতিতে ‘কবুল’ পড়িয়ে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে তার সঙ্গে বসবাস শুরু করেন। এ সময় বাদীর কাছ থেকে শর্ট ফিল্ম তৈরির কথা বলে ১৫ লাখ টাকা ধার নেন তিনি।

বাদী আরও অভিযোগ করেন, বিয়ের কাবিন করার জন্য চাপ দিলে ১৮ এপ্রিল হিরো আলম তাকে বগুড়ার বাড়িতে নিয়ে যান এবং গর্ভের সন্তান নষ্ট করতে বলেন। তিনি রাজি না হওয়ায় ২১ এপ্রিল অন্যান্য আসামিরা তাকে মারধর করেন। রক্তক্ষরণ শুরু হলে সেদিনই তাকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তার গর্ভপাত ঘটে। পরে ২৪ এপ্রিল তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৬ এপ্রিল পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে হিরো আলম বলেন, আমি ওই নারীকে চিনি না। আমাকে হয়রানি করতে মিথ্যা মামলা করা হয়েছে।

এফপি/এস এন

Share this news on:

সর্বশেষ

img
স্বেচ্ছায় ফিরে যেতে চাওয়া অভিবাসীদের ১ হাজার ডলার সহায়তা দেবে ট্রাম্প প্রশাসন May 06, 2025
img
সিলিন্ডারজাত সরকারি এলপি গ্যাস বিক্রয়ে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান May 06, 2025
img
ইংল্যান্ড-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের জন্য ক্যারিবিয়ানদের স্কোয়াড ঘোষণা May 06, 2025
img
চলছে আজহারের আপিল শুনানি, জামায়াত নেতাদের অপেক্ষা May 06, 2025
img
তরুণ কাউকে নেতৃত্ব দিতে চান গম্ভীর May 06, 2025
img
চট্টগ্রামে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার May 06, 2025
img
শুকিয়ে গেছে পাকিস্তানের চেনাব নদী, নেপথ্যে ভারত May 06, 2025
img
তামাকের কর ও মূল্য বৃদ্ধির দাবি তরুণদের May 06, 2025
img
পেদ্রির প্রশংসায় পঞ্চমুখ রিয়াল কিংবদন্তি টনি ক্রুস May 06, 2025
img
ইতালির সঙ্গে মাইগ্রেশন অ্যান্ড মবিলিটিবিষয়ক সমঝোতা স্মারক সই May 06, 2025