দেশের জনপ্রিয় টেলিভিশন তারকাদের নিয়ে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫।
সোমবার (৫ মে) বিকেল ৪টায় জমকালো আয়োজনে উদ্বোধন হয় পাঁচ দিনব্যাপী এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের।
চারটি দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় মাঠে নামছে টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস এবং স্বপ্নধরা স্পারটানস।
তবে শুরুর আগেই দুঃসংবাদ—অনুশীলনের সময় ইনজুরির কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ব্যথা পেয়ে তিনি ফিরে গেছেন মূল পেশা—অভিনয়ে।
গণমাধ্যমের সঙ্গে ফোনালাপে তৌসিফ জানান, বর্তমানে তিনি চট্টগ্রামে অবস্থান করছেন একটি নতুন নাটকের শুটিংয়ে। নাটকটি পরিচালনা করছেন হাসিব হোসেন রাখি এবং তার সঙ্গে অভিনয় করছেন তটিনী।
তৌসিফ বলেন, “চোট না পেলে আরও দুই দিন পর যেতাম। কিন্তু যেহেতু খেলতে পারছি না, তাই সময় নষ্ট না করে শুটিংয়ে চলে এসেছি।”
হাতের একটি আঙুল থেঁতলে গেছে বলে জানান তিনি। “পেশাদার ক্রিকেট বল দিয়ে খেলা হয়নি আগে, তাই অনভ্যস্ততায় ব্যথা পেয়ে গেছি। এখন চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছি,” বলেন তৌসিফ।
খেলতে না পারার হতাশা নিয়েই বলেন, “খুব আফসোস হচ্ছে। মনটা এখনও মাঠেই পড়ে আছে। যেহেতু চট্টগ্রামে চলে এসেছি, দূর থেকেই সহকর্মী-বন্ধুদের খেলা অনলাইনে লাইভে দেখব।”
শৈশবের স্মৃতি মনে করে তৌসিফ বলেন, “বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার দিন থেকেই ক্রিকেটে আগ্রহ জন্মে। পুরো স্কুলজীবন খেলেছি, তবে কলেজ-ভার্সিটি জীবনে ক্রিকেটের জায়গায় ফুটবল এসেছে। খেলার প্রতি ভালোবাসা চিরকালীন।”
তৌসিফ জানান, ঈদুল আজহা উপলক্ষে পাঁচ-ছয়টি নাটকে অভিনয় করছেন। এর মধ্যে ‘চাঁদের হাট ২’ নিয়ে তিনি বিশেষভাবে উচ্ছ্বসিত।
তিনি বলেন “গত বছর ‘চাঁদের হাট’ নাটকটি দারুণ সাড়া পেয়েছিল। এবার কোরবানির ঈদকেন্দ্রিক নতুন গল্পে ‘চাঁদের হাট ২’ আসছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে”।
এছাড়াও তিনি জানান, ঈদুল ফিতরের নাটকগুলোও দর্শকপ্রিয়তা পেয়েছে। ওটিটি প্ল্যাটফর্মে এখনো নতুন কোনো কাজ করছেন না, তবে প্রাথমিক কিছু আলোচনা চলছে।
প্রিয় সিরিজ ‘চক্র’-এর দ্বিতীয় কিস্তি প্রসঙ্গে তৌসিফ বলেন, “পরিচালক ভিকি জাহেদের ব্যস্ততার কারণে কিছুটা দেরি হচ্ছে। মার্চ-এপ্রিলে হওয়ার কথা ছিল, তবে আশা করছি ঈদের পর কাজটি শুরু হবে।”
সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টে খেলতে না পারলেও তৌসিফের ভক্তদের জন্য রয়েছে নাটক ও সিরিজের প্রতিশ্রুতি।
এসএম/এসএন