সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ফ্ল্যাট জব্দ, অবরুদ্ধ ৭ ব্যাংক হিসাব
মোজো ডেস্ক 04:05PM, May 06, 2025
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের নামে থাকা ৮২ লাখ টাকার দুটি ফ্ল্যাট জব্দ এবং ৫১ লাখ ৭০ হাজার টাকা থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হকের আবেদনে বলা হয়, মাধবী দেবনাথের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলমান রয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সম্পদ হস্তান্তর বা বিক্রির আশঙ্কা থাকায় আদালতের এই নির্দেশনা প্রয়োজন ছিল।
এর আগে, গত ১১ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করে দুদক। পরে ২৯ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার ও স্ত্রী মাধবী দেবনাথের বিরুদ্ধে পৃথক মামলা করে সংস্থাটি।