অসময়ে জম্মু-কাশ্মীরের ২ বাঁধ থেকে পানি ছাড়ল ভারত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়। এ ঘটনার পর প্রথমবারের মতো কার্যকর পদক্ষেপ হিসেবে ভারতের পক্ষ থেকে জম্মু-কাশ্মীরের বাগলিহার ও সালাল বাঁধ থেকে হঠাৎ করে চেনাব নদীতে পানি ছাড়া হয়েছে।
 
সাধারণত প্রতিবছরের বর্ষাকালে, অর্থাৎ আগস্ট মাসে 'রিজার্ভার ফ্লাশিং' নামে পরিচিত এই প্রক্রিয়াটি চালু করা হয়। এর মাধ্যমে বাঁধে জমে থাকা পলি ও ময়লা সরিয়ে সংশ্লিষ্ট জলবিদ্যুৎকেন্দ্রগুলোর কার্যকারিতা বজায় রাখা হয়। তবে এবার নিয়ম ভেঙে আগেভাগেই পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

ভারতের এক উচ্চপদস্থ কর্মকর্তা দ্য হিন্দু'কে বলেন, 'গত কয়েকদিনে আমরা কিছু রিজার্ভার ফ্লাশিং করেছি। সিন্ধু পানি চুক্তির আওতায় সাধারণত আগস্টে এটি করা হয়, তবে এবার তা এগিয়ে আনা হয়েছে। এতে আগামী এক-দুইদিন পাকিস্তানে পানির প্রবাহ কিছুটা বাড়বে, কিন্তু তা গুরুতর নয়। তবে যেহেতু রিজার্ভারটি খালি করা হয়েছে, তা পূরণে সময় লাগবে এবং সে সময় পানির প্রবাহ কমে যেতে পারে।'
 
চুক্তি অনুযায়ী, ফ্লাশের মাধ্যমে এভাবে পানি ছাড়া হলে পাকিস্তানকে তা আগে থেকে জানানো বাধ্যতামূলক। তবে এবার তা করা হয়নি বলে সূত্রটি নিশ্চিত করেছে। চুক্তিটি ভারতের পক্ষ থেকে 'আংশিকভাবে স্থগিত' রাখা হলেও এভাবে ঘোষণা ব্যতীত পানি ছাড়া নিষিদ্ধ।

বাগলিহার বাঁধটি একটি ৯০০ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প, যার পানি ধারণক্ষমতা ৪৭৫ মিলিয়ন কিউবিক মিটার। এটি 'রান-অব-দ্য-রিভার' প্রকল্প হওয়ায় এতে পানি ধারণক্ষমতা ক্ষমতা সীমিত এবং কেবল টারবাইন ঘোরানোর জন্য পানি ব্যবহৃত হয়।

প্রকল্পটির মালিক জম্মু-কাশ্মীর স্টেট পাওয়ার ডেভেলপমেন্ট। এখানে উৎপাদিত বিদ্যুৎ দক্ষিণ হরিয়ানা ও উত্তর হরিয়ানা বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো ক্রয় করে।
সূত্র জানায়, 'এটি এমনিতেই খরার সময়, বিদ্যুৎ উৎপাদন এমনিতেই কম থাকে। ফলে এটি সাময়িক প্রভাব ফেলবে।'

জম্মু-কাশ্মীরের রেয়াসি জেলায় অবস্থিত সালাল বিদ্যুৎ প্রকল্পটি ৬৯০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। এখান থেকেও একইভাবে পানি ছাড়া হয়েছে এবং বর্তমানে স্লুইস গেটগুলো বন্ধ করে জলাধার ভরার কাজ চলছে।তবে ঝিলাম নদীতে ৩৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কিশানগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্পে এখনই পানি ছাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
 
সিন্ধু নদীর শাখা হিসাবে পরিচিত ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস ও শতদ্রু নদীগুলো পাকিস্তানের পানি সরবরাহের মূল উৎস। দেশটির ৮০ শতাংশ চাষযোগ্য জমি এই পানি ব্যবস্থার ওপর নির্ভরশীল। এর মধ্যে ৯৩ শতাংশ পানি ব্যবহৃত হয় সেচকার্যে, যা পাকিস্তানের কৃষিভিত্তিক অর্থনীতির মেরুদণ্ড এবং দেশের মোট জিডিপির প্রায় ২৫ শতাংশের সঙ্গে সম্পর্কযুক্ত।

পেহেলগামে হামলার পর ভারত ইঙ্গিত দিয়েছে যে, তারা আইডব্লিউটি নিয়ে এমন কিছু পদক্ষেপ নিতে পারে যা আগে কখনো বিবেচনায় আনা হয়নি। এর মধ্যে রয়েছে—চুক্তির নতুন বিরোধ নিষ্পত্তি আলোচনা থেকে সরে আসা, জলবিদ্যুৎ প্রকল্পগুলোর নকশায় পরিবর্তন এনে আরও বেশি পানি সংরক্ষণের ব্যবস্থা করা এবং 'ড্রডাউন ফ্লাশিং' কৌশল প্রয়োগ।গত ২৬ এপ্রিল, জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল ঘোষণা দেন, 'সিন্ধু থেকে একবিন্দু পানিও পাকিস্তানে যাবে না।'

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
পর্যটককে মারধরের অভিযোগে যুবদল নেতাসহ ৩ জন গ্রেফতার May 07, 2025
img
নিরপেক্ষ ভেন্যুতেও পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা উচিৎ নয় : গৌতম গম্ভীর May 07, 2025
img
বদলির নতুন বিধিমালা, আন্দোলনে নামার হুঁশিয়ারি সচিবালয়ের কর্মচারীদের May 07, 2025
img
ইউএনওর নির্দেশে মসজিদের এসি বন্ধ, মুসল্লিদের বিক্ষোভ May 07, 2025
img
পুলিশ কর্মকর্তার বাসা থেকে গুলিসহ পিস্তল চুরি, এরপর যা ঘটল  May 07, 2025
img
পাকিস্তান বাড়াচ্ছে প্রতিরক্ষা বাজেট, টার্গেট ভারত May 07, 2025
img
মায়ের মৃত্যুর পর অনিলের আবেগঘন পোস্ট May 07, 2025
img
২০০ কোটি টাকা চাঁদাবাজির মামলা শেখ হেলাল ও শেখ তন্ময়ের নামে May 07, 2025
img
ইয়েমেনে বোমাবর্ষণ বন্ধে ট্রাম্পের ঘোষণা May 07, 2025
img
বাংলাদেশ ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে, আশা করি এটি সংক্ষিপ্ত হবে : প্রধান উপদেষ্টা May 07, 2025