সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন সোহানঃ যা বললেন কোচ

ক্রিকেটবিশ্বে বিভিন্ন দল অভ্যন্তরীণভাবে ক্রিকেটারদের পুরস্কৃত করে থাকে। বিশেষত ভালো ফিল্ডিংয়ের জন্য খেলা শেষে পুরস্কার দেয় একাধিক দেশ। এক সময় বাংলাদেশও টেস্ট ম্যাচ শেষে এই রীতি পালন করত। যা এখন অনেকটাই অতীত। ফিল্ডারদের পুরস্কৃত করার সেই নিয়ম এবার ফিরে এলো বাংলাদেশ ‘এ’ দলে। দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান কোচের কাছ থেকে সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন।

ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ খেলছে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে টাইগাররা। প্রথম ম্যাচের দারুণ ফিল্ডিংয়ের জন্য দলের কোচের থেকে পুরস্কার জেতেন সোহান। দলটিতে ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন আশিক মজুমদার। তিনিই মূলত দলের সেরা ফিল্ডারদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন।

এই প্রসঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ‘এ’ দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। আজ (মঙ্গলবার) সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘আশিক আমাদের দেশের খুবই (ভালো) একজন...সে ফিল্ডিংটা দেখে। সে খুবই উন্নতমানের একজন কোচ। তার এরকম অনেক চিন্তা-ভাবনা নিজে থেকেই আসে। এতদিন সে বিভিন্নভাবে উজ্জীবিত করত দলকে। চকলেট, বিস্কুট কিংবা টাকা দিয়ে। সেরা ফিল্ডারের স্বীকৃতি ছেলেদের মোটিভেটেড করে।’

কোচ মিজানুর রহমান বাবুল আরও জানান, ‘এখানে আসার আগে দেখলাম সে একটা পয়সা দিয়ে মেডেল বানিয়ে এনেছে। এটা একটা সুন্দর মুহূর্ত, সেরা ফিল্ডার হলে তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে। একটা ছোট মেডেল যাই হোক না কেন, এটাও তো পুরস্কার। এই পুরস্কারটা নেওয়ার জন্য সবাই উদগ্রীব থাকে। এটা দলের মধ্যে খুব ভালো একটা পজেটিভ দিক। যার জন্য সবার মাঝে ভালো অনুভূতি তৈরি হয়।’

প্রসঙ্গত, গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়া কিউই ‘এ’ দল ১৪৭ রান তোলে। এনামুল হক বিজয় ও অধিনায়ক সোহানের চল্লিশোর্ধ রানের ইনিংসে ৭ উইকেটে জিতে স্বাগতিকরা।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতি করার দাবি পাকিস্তানের May 07, 2025
img
ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন যুবক May 07, 2025
img
বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের ওপর ছাত্রদল নেতার হামলা May 07, 2025
img
ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত, সবমিলিয়ে দাঁড়াল ৩ May 07, 2025
img
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানীতে বিস্ফোরণ! May 07, 2025
img
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নারীর পাশে দাঁড়াতে হবে : উপদেষ্টা May 07, 2025
img
ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনা রোধে আহছানিয়া মিশনের ৯ পরামর্শ May 07, 2025
দেশে ফিরেই অসুস্থ মাকে দেখতে স্কয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান May 07, 2025
img
ইতিহাস গড়েও সেমিফাইনাল শেষে বার্সার স্বপ্নভঙ্গ May 07, 2025
img
ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে পাকিস্তানের হামলা May 07, 2025