শিশুশিল্পী থেকে নায়িকা: বলিউডে ওয়ামিকা গাব্বির নতুন যাত্রা ‘ভুল চুক মাফ’ দিয়ে

সেলফির ভিড় থেকে ফিরে এখনও খানিকটা ঘোরে ছিলেন ওয়ামিকা গাব্বি। আসন্ন ছবি ভুল চুক মাফ–এর প্রচারে অংশ নিয়ে বললেন, “এমন দিনের স্বপ্ন বহুদিন ধরে দেখেছি, তাই নিজেকে সামলাতে একটু সময় লাগছে।”

জুবিলি, ৮৩ ও বেবি জন–এর মতো ছবিতে পার্শ্ব চরিত্রে নজর কাড়ার পর এবার বলিউডে মুখ্য ভূমিকায় আসছেন চণ্ডীগড়ের এই অভিনেত্রী। ছবিতে তার বিপরীতে রয়েছেন রাজকুমার রাও। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার গান চোরবাজারি, যেখানে উঠে এসেছে পুরনো জনপ্রিয় গান থোড়া থোড়া পেয়ার–এর রিক্রিয়েটেড ভার্সন। ইমতিয়াজ আলীর লাভ আজ কাল সিনেমার সেই গানেই শিশুশিল্পী ছিলেন ওয়ামিকা, এখন সেই গানেই তিনি নায়িকা।

ওয়ামিকা বলেন, “এই ছবির সঙ্গে যুক্ত হওয়া আমার কাছে ভীষণ আবেগের। ইমতিয়াজ স্যারের সঙ্গে সেই স্মৃতিগুলো ভাগ করে নিয়েছি। তখন ঠাকুমা আমার সঙ্গে শুটিংয়ে ছিলেন, এবারও ওনার সঙ্গে ভাগ করে নিতে পারা দারুণ ব্যাপার।”

প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে ওয়ামিকা নিজেও বেশ আবেগপ্রবণ। জানালেন, প্রথমদিকে বেশ নার্ভাস ছিলেন, তবে সহ-অভিনেতা রাজকুমার রাও ও পরিচালক করণ শর্মা তাকে সহজ হতে সাহায্য করেছেন।

চণ্ডীগড়ের মেয়ে ওয়ামিকার শুরু হয়েছিল জাব উই মেট–এ ছোট চরিত্র দিয়ে। এরপর পাঞ্জাবি সিনেমায় প্রধান অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। পাশাপাশি দক্ষিণের বেশ কিছু ভাষার চলচ্চিত্রেও কাজ করেছেন। ২০২৩ সালে বিশাল ভরদ্বাজ পরিচালিত খুফিয়া ছবির মাধ্যমে বলিউডে নিজের জায়গা তৈরি করেন তিনি।


এসএস/টিএ

Share this news on: