এবার ভয়াবহ বন্যার কবলে ইসরাইল

দাবানলের রেশ কাটতে না কাটতেই প্রবল বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইসরাইল। রোববার (৪ মে) বিকেল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় প্লাবনের সৃষ্টি হয়। টানা বৃষ্টিপাত ও তীব্র ঝোড়ো হাওয়ায় শহরগুলোর প্রধান রাস্তাগুলো জলমগ্ন হয়ে পড়ে, ফলে বন্ধ করে দিতে হয় যান চলাচল।

দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর ইলাত এবং দিমোনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইলাতের মূল প্রবেশপথসহ বেশ কয়েকটি প্রধান সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় পুলিশ। দিমোনায় প্রবল বজ্রপাত ও শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে।

স্থানীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কিবুৎজ সামারে ৩৪ মিলিমিটার এবং ইয়োতভাতায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

পুলিশ ও প্রশাসন জনগণকে বন্যাকবলিত এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছে। সতর্ক করে বলা হয়েছে, প্লাবিত রাস্তা, ঝর্ণা বা জলাশয়ের পাশে যাওয়া ‘জীবনের জন্য হুমকিস্বরূপ’।
এই পরিস্থিতিতে একাধিক মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে— রুট ৪০: মিৎজপে র‍্যামন থেকে কেতুরা জংশন পর্যন্ত, রুট ৯০: আইন গেদি থেকে হা’আরাভা জংশন হয়ে ইলাত পর্যন্ত ,রুট ১২ এবং ২০৪: ইলাতের গুরুত্বপূর্ণ এক্সিট ও হালুকিম জংশন।

এছাড়া বন্যার আশঙ্কায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু কিবুৎজ ও জনবসতিতে।

এর আগে দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালাচ্ছিল ইসরায়েলি বাহিনী। এবার নতুন করে বন্যা পরিস্থিতি ওই অঞ্চলে আরও সংকট তৈরি করেছে।


এসএস/টিএ

Share this news on: