পাকিস্তান বাড়াচ্ছে প্রতিরক্ষা বাজেট, টার্গেট ভারত

ভারতের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে প্রতিরক্ষা বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।

সূত্র জানায়, আসন্ন বাজেটে প্রতিরক্ষা খাতে ১৮ শতাংশ বৃদ্ধির মাধ্যমে বরাদ্দ ২.৫ ট্রিলিয়ন রুপি ছাড়িয়ে যাবে।

পাকিস্তানে নতুন অর্থবছর শুরু হবে ১ জুলাই থেকে, তবে এর আগেই জুনের প্রথম সপ্তাহে বাজেট পার্লামেন্টে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে।

খবরে বলা হয়, পাকিস্তানের প্রধান রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সোমবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার অর্থনৈতিক দলের সঙ্গে বাজেট নিয়ে বৈঠক করেন। বৈঠকে পিপিপি বাজেটের খসড়া এবং প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে তারা সম্মত হন।

ইসলামাবাদভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, চলতি অর্থবছরে (২০২৪-২৫) পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ছিল ২,১২২ বিলিয়ন রুপি, যা আগের বছরের (২০২৩-২৪) ১,৮০৪ বিলিয়নের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। তবে আগামী অর্থবছরের জন্য এই বরাদ্দ আরও বাড়িয়ে ২.৫ ট্রিলিয়ন রুপি করার প্রস্তাব করা হয়েছে।

দেশটির বাজেটে ঋণ পরিশোধই সবচেয়ে বড় ব্যয় খাত, যেখানে ৯,৭০০ বিলিয়ন রুপি বরাদ্দ রাখা হয়েছে। প্রতিরক্ষা বাজেট হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। ভারত পাকিস্তানের ওপর দায় চাপিয়ে কূটনৈতিক সম্পর্ক হ্রাস, সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং সীমান্ত বাণিজ্য বন্ধ করার মতো কড়া পদক্ষেপ গ্রহণ করে। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় এবং সব ধরনের বাণিজ্য স্থগিত করে।

এছাড়া পাকিস্তান সোমবার ১২০ কিলোমিটার পাল্লার ‘ফাতাহ’ সিরিজের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ করে। শনিবারও তারা ৪৫০ কিলোমিটার পাল্লার আরেকটি ‘আবদালি’ অস্ত্র ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে। দুদেশের পাল্টাপাল্টি সামরিক মহড়া ও ক্ষেপণাস্ত্র পরিক্ষায় উত্তেজনা আরও বাড়ছে।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
চবি শিক্ষার্থী ইস্তেফাজুল ইসলাম নিখোঁজ May 08, 2025
img
এসএসসি পরীক্ষায় উত্তর বলে দেওয়ার অভিযোগে ১০ শিক্ষক গ্রেফতার May 08, 2025
img
যৌতুক ছাড়া বিয়ে, ২০ নবদম্পতিকে সংবর্ধনা দিল জামায়াতে ইসলামী May 08, 2025
img
স্ত্রীকে স্বর্ণ, মাকে দায়িত্ব—চিরকুটে শেষ ইচ্ছা জানিয়ে বিদায় নিলেন এএসপি পলাশ May 08, 2025
img
ভূপাতিত বিমান নিয়ে ভারত নীরব, ‘দ্য হিন্দু’র প্রতিবেদন রহস্যজনকভাবে উধাও May 08, 2025
img
বাংলাদেশের পাকিস্তান সফর এখনই স্থগিত নয় May 07, 2025
img
রোহিতের অবসরে ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক কে May 07, 2025
img
ভারতকে দাঁতভাঙা জবাব দেওয়া হয়েছে, দাবি শেহবাজের May 07, 2025
img
জাতীয় দলে ফেরা এবং ‘এ’ দল নিয়ে যা বললেন সোহান May 07, 2025
ভারত ১৯৭১ সালে সহযোগিতা করেছিল তাদের স্বার্থের কারণে May 07, 2025