সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিও বার্তায়, ভারতীয় হামলার দ্রুত জবাব দেয়ার জন্য সিরাজ-উল-হক পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি জোর দিয়ে বলেন, সমগ্র জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে আছে। তারা ঐক্যবদ্ধ এবং সতর্ক রয়েছে।
পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক প্রধান আরও বলেন, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং জনগণ দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় একই দিকে আছে।’
পাকিস্তানের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়ে ভারত নিজেকে ধ্বংসের পথে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
বলেন, ভারতের শুরু করা এই সংঘাতকে চূড়ান্ত পরিণতিতে নিয়ে যাওয়ার ক্ষমতা এবং কর্তৃত্ব এখন পাকিস্তানের রয়েছে।
আরআর/টিএ