১৯৭১-এর পর পাকিস্তানে ভারতের সর্ববৃহৎ হামলা- সিএনএন

সিএনএন সাংবাদিক সোফিয়া সাইফি ও রিয়া মোগুলের প্রতিবেদন অনুযায়ী, কাশ্মীর হামলার জবাবে ভারত পাকিস্তানে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তা ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর পাকিস্তানের সীমানার ভেতরে ভারতের সবচেয়ে বড় অভিযান।

বুধবার (৭ মে) পাকিস্তান জানিয়েছে, ভারতীয় বাহিনী পাঁচটি স্থানে হামলা চালিয়েছে। এর মধ্যে তিনটি পাকিস্তান-শাসিত কাশ্মীরে এবং দুটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। পাঞ্জাবের দুটি স্থান হলো আহমেদপুর ইস্ট ও মুরিদকে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ ছিল একটি বড় সামরিক সংঘাত। এ বছরই পূর্ব পাকিস্তান বিভক্ত হয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল।

উল্লেখ্য, পুলওয়ামায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৪০ জন ভারতীয় আধাসামরিক নিহত হওয়ার ঘটনায়, ভারত সর্বশেষ পাকিস্তানের সীমানায় প্রবেশ করে হামলা চালিয়েছিল ২০১৯ সালে। তখনও ভারত ইসলামাবাদকে দায়ী করে সীমান্ত পেরিয়ে বিমান হামলা চালায়।

আরআর/টিএ

Share this news on: