বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় আজ বুধবার বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং কোথাও কোথাও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবারও সিলেট অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে অন্যত্র আবহাওয়া শুষ্কই থাকবে। একইভাবে শুক্রবার ও শনিবার সারাদেশে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম, তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
রবিবার কিছু বিভাগে আবারও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ৬৮ মিলিমিটার।