সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের মালাইগাঁও সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চোরাকারবারিরা বিপুল ভারতীয় কাপড়ের চালান শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসছিল বলে জানিয়েছে
আজ বুধবার (৭ মে) ভোর ৪টা ১৫ মিনিটে চিনাউড়া বিওপির সদস্যরা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় এসব শাড়ির চালান জব্দ করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে জানা যায়, জব্দকৃত ভারতীয় শাড়ির সংখ্যা ৩৩০ পিস, যার বাজারমূল্য আনুমানিক ৩১ লক্ষ ৩৫ হাজার টাকা।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. ক. জাকারিয়া মোস্তফা জানান, চোরাচালানকারীরা ঈদ উপলক্ষে এই শাড়ির চালান সীমান্ত দিয়ে আনতে চাইলেও বিজিবির তৎপরতায় তা আটকে দেওয়া সম্ভব হয়।
তিনি আরো জানান, ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় আমাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ পণ্য পাচার রুখতে বিজিবি সর্বদা প্রস্তুত।জব্দ শাড়িগুলো শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এমআর/টিএ