আজাদ কাশ্মির ও পাকিস্তানের বিভিন্ন এলাকায় প্রথম দফা হামলার ২৪ ঘণ্টার মধ্যেই ফের নতুন করে হামলা চালিয়েছে ভারত। বৃহস্পতিবার (৮ মে) সকালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালায় এ হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও টিভি।
ভারতের এ দ্বিতীয় দফা অভিযানের বিষয়ে পাকিস্তানের সরকারি কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে একাধিক সামরিক সূত্র জানায়, সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে।