আসামি গ্রেফতারে পূর্বানুমতি লাগবে না : হাইকোর্টের আদেশ বহাল

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।

বুধবার (৭ মে) আপিল চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে আপিল বিভাগে শুনানির জন্য আগামী ১৫ মে দিন ধার্য করা হয়েছে।

এর আগে গত ২৩ এপ্রিল বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে আসামিদের গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশ কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরে এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়।

গত ২০ এপ্রিল বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন রির্ট দায়ের করেন।

এর আগে ৯ এপ্রিল ডিএমপির এক অফিস আদেশে বলা হয়, ‘বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত রুজুকৃত মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহার নামীয় আসামির সংখ্যা অধিক। এসব মামলার এজাহারনামীয় কিংবা তদন্তে প্রায় আসামি গ্রেপ্তারের নিমিত্তে উপযুক্ত প্রমাণসহ (ভিকটিম/বাণী/প্রত্যক্ষদর্শী সাক্ষী, ঘটনা সংশ্লিষ্ট ভিডিও/অডিও/স্থির চিত্র ও সিডিআর ইত্যাদি) অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেপ্তার ফরতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বৈষম্যবিরোদী মামলার এজাহারনামীয় কিংবা তদন্তে প্রাপ্ত কোনো আসামি গ্রেপ্তার না ফরার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এফপি/এস এন

Share this news on:

সর্বশেষ

img
ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হতে পারেন শুভমান গিল May 08, 2025
img
রাজকুমার রাওয়ের সঙ্গে আইটেম গানে চাহালের প্রাক্তন স্ত্রী ধনশ্রী May 08, 2025
img
সরকারের সমালোচনা করার কারণ জানালেন রাশেদ খান May 08, 2025
img
আমাদের মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি : বিডা চেয়ারম্যান May 08, 2025
img
আবদুল হামিদের দেশ ত্যাগ সম্পর্কে ইমিগ্রেশন কর্তৃপক্ষ যা জানাল May 08, 2025
img
জগন্নাথপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহিন গ্রেফতার May 08, 2025
img
সরকার যেন কোনো দুর্বলতা না দেখায় : জামায়াত আমির May 08, 2025
img
রমনা বটমূলে বোমা হামলা : মঙ্গলবার জানা যাবে মামলার রায় May 08, 2025
img
অন্তর্বর্তী সরকারের কাছে দুটি প্রশ্ন রাখলেন হাসনাত আব্দুল্লাহ May 08, 2025
img
ভারতে চলছে সর্বদলীয় বৈঠক May 08, 2025