রংপুরের গঙ্গাচড়ায় যৌতুকবিহীন বিয়ের জন্য ২০ নবদম্পতিকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৭ মে) বিকেলে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে নবদম্পতিদের হাতে খাট, আলমারি, তোশক, কম্বল, স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।
জামায়াতের রংপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজীর প্রধান অতিথিত্বে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান। আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির তাজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম এবং অধ্যক্ষ রোকনমুজ্জামান।
নবদম্পতি ও আয়োজকরা জানান, যৌতুক প্রথার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারকে সহায়তা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, ইসলাম ও দেশের আইন অনুযায়ী যৌতুক দেওয়া-নেওয়া নিষিদ্ধ এবং এটি পরিবারে অশান্তির বড় কারণ।
এর আগে গত ২১ এপ্রিল ঢাকায় একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এসব নবদম্পতির বিয়ের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের মানবিক ও সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএস