২০২৬ সালের বিশ্বকাপ হবে ‘সর্বকালের সেরা’— দাবি ট্রাম্পের
মোজো ডেস্ক 04:25AM, May 08, 2025
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হবে ইতিহাসের সেরা ফুটবল টুর্নামেন্ট— এমনটাই আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ও সম্ভাব্য পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিন দেশের যৌথ আয়োজনে প্রথমবারের মতো ৪৮ দলের এই বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে ট্রাম্প বলেন, “এই আসর আগের সব রেকর্ড ভেঙে দেবে। এটি হবে একটি বিশেষ ও নিরাপদ আয়োজন।”
২০২৬ সালের বিশ্বকাপের ১০৪টি ম্যাচের মধ্যে ৭৮টি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে, বাকি ২৬টি মেক্সিকো ও কানাডায়। আয়োজক দেশ হিসেবে প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দেবে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স বলেন, “আমরা প্রায় ১০০টি দেশ থেকে আগত দর্শনার্থীদের স্বাগত জানাবো। সবাই যেন নিঃসঙ্কোচে নিজ দলকে সমর্থন করতে পারে, সে ব্যবস্থা থাকবে।”
বিশ্বকাপের সূচি অনুযায়ী, ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে আসরটি। এর আগে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ, যা দেশটির অর্থনীতিতে প্রায় ৫০ বিলিয়ন ডলার যুক্ত করবে এবং সৃষ্টি করবে ৩ লাখ কর্মসংস্থান।