যশোরে কাচ্চি ভাইসহ ৩ খাবারের দোকানের বিরুদ্ধে মামলা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির অভিযোগে যশোরের স্বনামধন্য কাচ্চি ভাই, জনি কাবাব ও অনন্যা ঘোষ ডেয়ারিতে অভিযান চালিয়েছে জেলা বিশুদ্ধ খাদ্য আদালত।

বুধবার (৭ মে) বিকেলে আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডলের নেতৃত্বে একটি টিম ওই তিন প্রতিষ্ঠানে অভিযান চালায়।

অভিযানে জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সরবরাহ এবং খাদ্য প্রক্রিয়ায় মান লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ঠ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাস্থলে থেকেই মামলা করেন স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম। অভিযানে অংশ নেন জেলা নিরাপদ খাদ্য অফিসার আব্দুর রহমান ও জেলা স্যানেটারি ইন্সপেক্টর নাজনীন নাহার।

আদালত সূত্রে জানা গেছে, খাদ্য আদালতের ভ্রাম্যমাণ টিমটি প্রথমেই যশোরের রেলরোডের স্বনামধন্য কাচ্চি ভাই প্রতিষ্ঠানে অভিযান চালায়। নানা অসঙ্গতির কারণে প্রতিষ্ঠানের মালিক ভেকুটিয়া গ্রামের সোহেল সিরাজের বিরুদ্ধে মামলা করা হয়। পরবর্তীতে এ টিম যায় যশোরের রেলরোডের জনি কাবাবে। সেখানেও দেখতে পান একই অবস্থা। বিশেষ করে রান্নাঘরে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশ।

অনিরাপদ অবস্থায় রান্না ঘরেই রয়েছে গ্যাসের সিলিন্ডার। এক পর্যায়ে প্রতিষ্ঠান মালিক বেজপাড়ার জয়নুল হক জনির বিরুদ্ধে মামলা করা হয়। পরে ওই টিম যায় যশোরের মুজিব সড়কস্থ মিষ্টি উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান অনন্যা ঘোষ ডেয়ারীতে। সেখানে গিয়ে আদালত সংশ্লিষ্ঠরা দেখতে পান দোকানের সামনে সুন্দরভাবে মিষ্টি সাজিয়ে রাখলেও ভেতরের গোডাউনে ময়লা আবর্জনার স্তুপের পাশে রাখা হয়েছে মিষ্টির গামলাসহ বিভিন্ন আসবাবপত্র। পরে তারা ঘোপ নওয়াপাড়া রোডের অনন্যা ঘোষ ডেয়ারির কারখানায় যান।

সেখানে অপরিচ্ছন্ন পরিবেশ, মিষ্টিতে মাছি ও স্যাতসেতে পরিবেশ দেখা যায়। পরে প্রতিষ্ঠান মালিক মিহির ঘোষের বিরুদ্ধে মামলা করা হয়।

এই অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক রাষ্ট্র পুনর্গঠনে দলগুলোকে আহ্বান: আলী রীয়াজ May 12, 2025
img
ময়ূর পেখম মেলতেই নাচ শুরু করলেন কঙ্গনা May 12, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধে প্রজ্ঞাপন বিলম্বিত, সারজিসের সতর্কবার্তা May 12, 2025
img
‘মেয়েকে নিয়ে ব্যবসা করাতে যাও?’, বাবার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য শাইনির May 12, 2025
img
ড. ইউনূসের প্রশংসায় ট্রাম্পের বক্তব্যটি ভুয়া- ফ্যাক্টওয়াচ May 12, 2025
img
অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি May 12, 2025
img
বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ কর্মী নিতে আগ্রহী নর্থ মেসিডোনিয়া May 12, 2025
img
পিলখানা বিদ্রোহ: ৪০ বিডিআর জওয়ানের জামিন মঞ্জুর May 12, 2025
img
প্রিন্স মামুনের সাথে সেদিন কী ঘটেছিল, খুলে বললেন লায়লা May 12, 2025
img
বিরাট কোহলির অবসরে সুযোগ পেতে পারেন আরেক ভারতীয় তারকা May 12, 2025