আরও এক প্রখ্যাত অভিনেতার বিদায়। না ফেরার দেশে পাড়ি জমালেন মারাঠি সিনেমার বর্ষীয়ান শিল্পী মাধব ভেজ। থিয়েটার থেকে চলচ্চিত্র, দুই অঙ্গনেই যার অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। বুধবার (৭ মে) শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
অভিনয়জীবন শুরু করেছিলেন থিয়েটার দিয়ে। এক নাটকে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দর্শকের মন জয় করে নেন মাধব ভেজ, যা ছিল তার ক্যারিয়ারে বড় মোড়। এরপর আর থেমে থাকেননি তিনি। টানা কয়েক দশক অভিনয় করে গেছেন—মঞ্চ এবং পর্দা দুই জায়গাতেই।
১৯৩৯ সালে জন্ম নেওয়া এই গুণী অভিনেতা মাত্র ১৪ বছর বয়সে প্রথমবার সিনেমায় অভিনয় করেন। ১৯৫৩ সালে মুক্তি পাওয়া ‘শ্যামচি আই’ ছবিতে ছোট শ্যামের চরিত্রে দেখা যায় তাকে।
শুধু মারাঠি নয়, বলিউডেরও একাধিক জনপ্রিয় ছবিতে ছিলেন তিনি। 'থ্রি ইডিয়টস', 'ডিয়ার জিন্দেগি', 'ছপ্পোর ফারকে'—এই ছবিগুলিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
অভিনয়ের পাশাপাশি শিক্ষকতাও করেছেন মাধব ভেজ। পেশায় ছিলেন একজন ইংরেজি সাহিত্যের অধ্যাপক।
তার মৃত্যুতে শোকাহত মারাঠি চলচ্চিত্র ও থিয়েটার জগত। একজন পরিপূর্ণ শিল্পীর প্রস্থানে স্মরণীয় হয়ে থাকবেন তিনি।
টিকে/টিএ