সৌদি পৌঁছেছেন ৩৫ হাজার হজযাত্রী, ২১৭৯৭ জনের এখনও ভিসা হয়নি

বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ৩৪ হাজার ৭৭৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এখনো ভিসা হয়নি ১ হাজার ৭৯৭ জন হজযাত্রীর।

বৃহস্পতিবার (৮ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, মোট ৮৫ হাজার ৩০৩ জনের ভিসা হয়েছে৷ এখনো ১ হাজার ৭৯৭ জন হজযাত্রীর ভিসা হয়নি।

অন্যদিকে, ৮৬টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন মোট ৩৪ হাজার ৭৭৬ জন হজযাত্রী। এখনো যাওয়ার বাকি ৫২ হাজার ৩২৪ জন। 

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ