নাহিদদের ম্যাচের আগে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে ভারতের ড্রোন এসে আছড়ে পড়ল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। ঝুঁকি বিবেচনায় ইতোমধ্যেই ম্যাচটি অন্যত্র সরিয়ে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত নয়টায় পেশোয়ার জালমি এবং করাচি কিংসের খেলা মাঠে গড়ানোর কথা ছিল। পেশোয়ারের হয়ে খেলছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। কিন্তু স্থানীয় সময় সকালের দিকে আচমকা স্টেডিয়ামে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ড্রোন হামলার কারণে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ফলে সেখানে আপাতত আর পিএসএলের কোনো ম্যাচ হচ্ছে না। শোনা যাচ্ছে, পিএসএলের বাকি সব ম্যাচ করাচি স্টেডিয়ামে হতে পারে।

পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক ফরিদ খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ হামলার প্রতিক্রিয়ায় বলেন, 'রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে একটি ভারতীয় ড্রোন গাছে ধাক্কা মারে। অথচ স্টেডিয়ামটি পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) ম্যাচগুলি আয়োজন করছে। ভারতের কাপুরুষোচিত কাজ এগুলো। আমরা একসঙ্গে পাকিস্তান ঐক্যবদ্ধ। পাকিস্তান জিন্দাবাদ।'

এই ঘটনায় দুইজন বেসামরিক নাগরিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ড্রোনটির কারণে স্টেডিয়ামের পাশে একটি রেস্তোরাঁর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ এলাকা ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে। ড্রোনটিতে কোনো বিস্ফোরক বা নজরদারি সরঞ্জাম ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, রাওয়ালপিন্ডিতে পিএসএলের চলমান আসরের ম্যাচ চলছে। যা চলবে চলতি মাসের ১০ তারিখ পর্যন্ত। কিন্তু ভারতের হামলার ঘটনার কারণে বৃহস্পতিবার (৮ মে) রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুষ্ঠেয় পেশোয়ার জালমি বনাম করাচি কিংসের পিএসএল ম্যাচ নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই স্টেডিয়ামের আশেপাশের ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
পহেলগামে যা ঘটেছে, প্রত্যাঘাত প্রয়োজন ছিল : পরমব্রত May 08, 2025
img
ভারতে অনুপ্রবেশকালে মহেশপুর সীমান্তে আটক ৩৫ বাংলাদেশি May 08, 2025
img
ধর্মশালায় বাতিল আইপিএল ম্যাচ, মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়েছে, মাঠ ছাড়তে বলা হল দর্শকদের May 08, 2025
img
ববি ভিসির বিধি লঙ্ঘন ও অনিয়মের প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে May 08, 2025
img
আজ রাতেই আওয়ামী লীগের ফয়সালা : নাহিদ May 08, 2025
img
পাকিস্তানের পাল্টা হামলা, কেঁপে উঠল ভারত May 08, 2025
img
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে ৫৬ জনের পদত্যাগ May 08, 2025
img
নিজের দেশ ছাড়ার খবর নিয়ে যা জানালেন জাপা মহাসচিব May 08, 2025
img
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, পত্রিকা অফিসে আগুন May 08, 2025
img
১০১ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে জুলাই ফাউন্ডেশন May 08, 2025