ধর্মশালায় বাতিল আইপিএল ম্যাচ, মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়েছে, মাঠ ছাড়তে বলা হল দর্শকদের

ধর্মশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিল। জম্মুতে পাকিস্তানের আক্রমণের পরেই মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়। দর্শকদের মাঠ ছাড়তে বলা হয়েছে। এর পরেই ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় ক্রিকেট বোর্ড যদিও জানিয়েছে, ধর্মশালায় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বিদ্যুৎ না থাকায় মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়েছে এবং ম্যাচটি বাতিল করা হয়েছে।

ধর্মশালায় আরও একটি ম্যাচ ছিল। সেটি সরিয়ে দেওয়া হয়েছে অহমদাবাদে। কিন্তু বৃহস্পতিবারের ম্যাচ সরানো হয়নি। ধর্মশালায় ম্যাচ চলাকালীন জম্মুতে আক্রমণ হয়। বৃহস্পতিবার রাতে পর পর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মুতে। আখনুর, সাম্বার মতো জায়গায় সাইরেন বাজছে। পাকিস্তানের দিকে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে একাধিক রকেট উড়ে আসতে দেখা গিয়েছে। সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ করে দেওয়া হয়েছে এলাকায়।

নিরাপত্তা সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট আটটি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরিনা এবং সংলগ্ন এলাকা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলি আটকানো হয়েছে বলে খবর। জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনেও দু’টি পাকিস্তানি ড্রোন গুলি করে নামানো হয়েছে।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করছিল পঞ্জাব কিংস। ১০.১ ওভার খেলা হয়েছিল। তার পরেই মাঠে আলো নিভতে শুরু করে। প্রিয়াংশ আর্য ৩৪ বলে ৭০ রান করে আউট হয়ে যান। অন্য ওপেনার প্রভসিমরন সিংহ ২৮ বলে ৫০ রান করেন। ১২২ রান তুলে ভাল জায়গায় ছিল পঞ্জাব। এই ম্যাচ জিতলেই প্লে-অফে উঠে যেত তারা। কিন্তু ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে।

ধর্মশালায় বৃহস্পতিবার ম্যাচের আগে ভারতীয় সেনাকে বাহবা জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দেশাত্মবোধক গান গাওয়া হয় ধর্মশালায়। গান গেয়েছিলেন বি প্রাক। আইপিএল কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল, “গর্বের গান গাওয়ার জন্য তৈরি হয়ে যাও ধর্মশালা। বি প্রাক দেশাত্মবোধক গান গাইবেন। ভারতীয় সেনাকে সম্মান জানানো হবে।”

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে হাসনাতরা May 09, 2025
img
ভ্যাটিকানের নতুন পোপ রবার্ট ফ্রান্সিস প্রেভস্ট May 09, 2025
img
পাকিস্তানকে জবাব দিল ভারত, এবার লাহোরে হামলা May 09, 2025
img
যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার প্রহসন মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম May 09, 2025
img
যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের আশ্বাসকে ‘প্রহসন’ বললেন হাসনাত May 09, 2025
img
রাজস্থানে ভারতের হাতে আটক পাক বায়ুসেনা পাইলট May 09, 2025
img
গত ১৬ বছরে বন্ধ হওয়া মিডিয়াগুলো চালু করে ক্ষতিপূরণ দিন: সরকারকে ড. মাসুদ May 09, 2025
img
আবদুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা May 08, 2025
img
ভারতীয় ২টি রাফাল ভূপাতিত : দাবি মার্কিন কর্মকর্তাদের, চুপ দিল্লি May 08, 2025
img
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ May 08, 2025