কাশ্মীরের পেহেলগাম হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর চালিয়েছে। এর পর থেকে ভারতজুড়ে চলছে সেনাবাহিনীর জয়গাঁথা। শুধুই কি তাই, নজর কেড়েছে প্রেস মিটিংয়ে দুই নারী সেনাপ্রধানের উপস্থিতি। ভারতীয় সেনাবাহিনী থেকে অনেকেই অভিনয়ে এসেছেন।
এই নারীরাও কি অভিনয়েই আসবেন? এমন প্রশ্ন করছেন নেটিজেনরা। এর আগে আসুন জেনে নিই, ভারতীয় চলচ্চিত্রে সেনাবাহিনী থেকে কারা এসেছেন।
নানা পাটেকার
ভারতের খুবই আলোচিত অভিনেতা নানা পাটেকর ভারতীয় সেনায় কিছু সময় কর্মরত ছিলেন। কার্গিল যুদ্ধের সময় তিনি ভারতীয় সেনায় কাজ করেছেন।
আনন্দ বক্সি
ভারতের সেনাবাহিনীতে কাজ করেছেন বলিউডের জনপ্রিয় গীতিকার আনন্দ বক্সিও। বলিউডে কাজ শুরুর আগে শোলে ছবির গীতিকার লম্বা সময় দেশের হয়ে কাজ করেছেন।
বিক্রমজিৎ কানওয়ারপাল
বিক্রমজিৎ কানওয়ারপাল একজন ভারতীয় সেনার প্রাক্তন অফিসার। তিনি ২০০২ সালে মেজর পদ থেকে রিটায়ার করে বলিউডে আসেন।
রহমান খান
রহমান খান- তিনি এয়ার ফোর্সে ছিলেন। পাইলট পদে নিযুক্ত ছিলেন।
গুফি পয়ন্টাল
শকুনি মামা হিসেবে খ্যাত গুফি পয়ন্টাল ভারত-চীন যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছেন।
এফপি/টিএ