ভারত-পাকিস্তান চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর যেন কোনো দুষ্কৃতকারী হামলা করতে না পারে সে লক্ষ্যে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
বুধবার (৮ মে) পুলিশ সদরদপ্তরে অপারেশন শাখা থেকে নির্দেশনার একটি চিঠি পুলিশের সব ইউনিট এবং জেলা ও থানাগুলোতে দেওয়া হয়েছে।
চিঠিতে আইজিপির পক্ষে স্বাক্ষর করেন পুলিশ সদরদপ্তরে অপারেশন শাখার অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) শাহজাদা মো. আসাদুজ্জামান।
চিঠিতে বলা হয়, সীমান্ত এলাকায় কোনো দুষ্কৃতকারী যাতে কোনও প্রকার উসকানিমূলক আচরণ বা অস্থিশীলতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের জীবন ও সম্পদের ওপর কোনো দুষ্কৃতকারী যেন হামলা, আক্রমণ বা ভাঙচুর করতে না পারে, সেদিকে সতর্ক নজর রাখতে হবে। উসকানিমূলক আচরণ বা অস্থিরতা সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি ঘটানো প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, মোবাইল, ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে গুজব বা প্রোপাগান্ডা ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সেদিকে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
এফপি/এস এন