চলমান সংঘাত ও উত্তেজনার মাঝেই পাকিস্তানের বেশ কয়েকটি শহরে ড্রোন হামলা চালায় ভারত। এর মাঝে গতকাল একটি ড্রোন আঘাত করেছিল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে। তখনই চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হয়ে যাওয়ার গুঞ্জন তৈরি হয়। হয়নি গতকাল পিন্ডি স্টেডিয়ামের সূচিতে থাকা ম্যাচও। এবার পিএসলের বাকি অংশই পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
পিসিবি জানিয়েছে, পিএসএলের অবশিষ্ট আট ম্যাচের তারিখ ও ভেন্যু নতুন করে ঠিক করা হবে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে সময়সূচি। এর আগে গতকাল করাচি কিংস ও পেশোয়ার জালমির নির্ধারিত ম্যাচ স্থগিত করার পর জরুরি সভায় বসে পিসিবি। নিরাপত্তা শঙ্কায় থাকা বিদেশি ক্রিকেটারদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। সেখানেই আমিরাতে আসর স্থানান্তরের আলোচনা হয়েছে।
পাকিস্তান জানিয়েছে, ভারতের বেশকিছু ড্রোন তাদের কয়েকটি শহরে আঘাত করেছে। বিপরীতে ভারতের ভাষ্য– বুধবার রাতে তাদের ভূখণ্ডে সামরিক হামলা চেষ্টার প্রতিক্রিয়া হিসেবেই এই ড্রোন হামলা চালানো হয়েছে। এর আগেরদিন (মঙ্গলবার) ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরসহ ৯টি এলাকায়। যেখানে সেদিনই ২৬ জন নিহত’র দাবি করে পাকিস্তান, পরবর্তীতে সেই সংখ্যা বাড়তে বাড়তে শতাধিক পেরিয়েছে বলে জানায় ভারত।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার বলছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পূর্ব-সতর্কতার অংশ হিসেবে টুর্নামেন্টটি দেশের বাইরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। তারা পিএসএলের সঙ্গে সংশ্লিষ্ট সবার নিরাপত্তার বিষয়টিই প্রাধান্য দিচ্ছেন। এ ছাড়া ইতোমধ্যে যারা পিএসএলের আসন্ন ম্যাচগুলোর অগ্রিম টিকিট কেটেছেন, তাদের অর্থও ফিরিয়ে (রিফান্ড) দেওয়া হবে। এ ছাড়া নির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়েছে ভিআইপি গ্যালারিসহ সরাসরি সংগৃহিত টিকিট রিফান্ডের জন্য।
অনলাইন টিকিটের রিফান্ড হবে যার যার একাউন্টে।