ফেনীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৩

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান।

আটকৃতরা হলেন, ফেনী পৌরসভার সহদেবপুর এলাকার মোখলেছ মিয়ার ছেলে মো. সুমন (৩০), একই এলাকার শামসুদ্দিনের ছেলে শিবির আহাম্মদ (৩৬) ও সাহাব উদ্দিনের ছেলে আমজাদ হোসেন টিপু (৩২)। তারা সবাই পরিবারের সঙ্গে সহদেবপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

এর আগে এদিন ভোরে শহরের কলেজ রোড থেকে জেলা আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। গত ৫ আগস্টের পর জেলায় এটিই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালিত হয়। ইতোমধ্যে ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ফেনী জেলা আওয়ামী লীগের ব্যানারে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে কলেজ রোড এলাকা প্রদক্ষিণ করছে। তবে মিছিলে জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে দেখা যায়নি।

ওই মিছিলে ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মুজিববাদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আওয়ামী লীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবেন ফিরে বাংলাদেশে’ ইত্যাদি স্লোগান দেন তারা।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, মিছিলের ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আমজাদ হোসেন টিপু গত বছরের নভেম্বরে করা একটি বিস্ফোরক মামলায় এজাহারনামীয় আসামি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা May 09, 2025
img
লন্ডনে তারেক রহমানের সঙ্গে সিঙ্গাপুর বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ May 09, 2025
img
বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, কবে বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া অফিস May 09, 2025
img
কানের মার্শে দ্যু ফিল্মে এবাদুর রহমানের ‘বাঙালি বিলাস’ May 09, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ May 09, 2025
img
নাহিদ রিশাদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করল বিসিবি May 09, 2025
img
‘অক্ষয় বন্ধু নন, শুধুই সহকর্মী’ বলে বিপাকে পরেশ রাওয়াল May 09, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান নিতে শুরু করেছেন ছাত্র-জনতা May 09, 2025
img
৪৮ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে : মঞ্জু May 09, 2025
img
এবার শাহবাগ ব্লকের ঘোষণা দিলেন হাসনাত আব্দুল্লাহ May 09, 2025