একসময় গুঞ্জন ছিল নাটকে জুঁটি বেঁধে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শামীম-অহনা। তখন প্রেমের কথা দুইজনের কেউ স্বীকার না করলেও, সম্প্রতি শামীমের বিরুদ্ধে নারী সহকর্মীকে হেনস্তার অভিযোগ উঠতে অহনার বিরুদ্ধে ‘ডাবল টাইমিং’-এর অভিযোগ তোলেন অভিনেতা। এমনকি অহনার সঙ্গে সাত মাসের সম্পর্ক ছিল বলে দাবি করেন অভিনেতা।
শামীম বলেন, ‘বরবাদ' সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়-অহনার প্রায় ৫ বছরের সম্পর্ক ছিল। যেখানে আমার সঙ্গে অহনার সম্পর্ক ছিল ৭ মাস। অহনাই কিন্তু ‘ডাবল টাইমিং’ করেছে। ’ অর্থাৎ, একইসঙ্গে হৃদয় ও তার সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে গেছেন অহনা।
বিষয়টি নজর এড়ায়নি অহনার। অভিনেত্রীর কাছে ‘ডাবল টাইমিং’ সত্যতা জানতে যোগাযোগ করা হলে শামীমের নামে বিস্তর অভিযোগ আনেন অহনা। সেইসঙ্গে দাবি করেন, ইউটিউবার ছিলেন শামীম। তিনি নায়ক বানিয়েছেন তাকে। অহনা মনে করছেন ধর্ষণের অভিযোগ থেকে সবার দৃষ্টি সরাতেই তার প্রসঙ্গ টেনেছেন শামীম।
এদিকে সংবাদ সম্মেলনে শুধু অহনাকেই টানেননি শামীম। ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়কেও টেনেছেন। তাকে অহনার প্রক্তন সম্বোধন করেছেন। এ বিষয় নিয়ে অভিনেত্রী বলেন, ‘ও (শামীম হাসান সরকার) কত বড় নিমকহারাম! যে ডিরেক্টর (মেহেদী হাসান হৃদয়) তাকে প্রথম ক্যামেরার সামনে এনেছেন সেই ডিরেক্টর আজ সুপারহিট একটি সিনেমা (বরবাদ) করেছেন বলে ওই ডিরেক্টর এবং সিনেমাকেও টেনে আনছে! আমি ওকে নায়ক বানিয়েছি ও আমার নামও টেনেছে।’
সবশেষে অহনা বলেন, ‘গেট ওয়েল সুন। শামীম অসুস্থ। ওর দিকে সবাই মনোযোগ দিও। ওকে একটু হাসপাতালে নিয়ে যাও। মিডিয়ার আশি ভাগ মানুষ ওকে অসুস্থ বলে। ওর সামনে হয়তো বলবে না। কিন্তু পেছনে বলে।’
এফপি/টিএ